ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

উত্তরবঙ্গে ৪৮ ঘণ্টার কর্মবিরতি শুরু

একে আজাদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:১৮, ২১ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
উত্তরবঙ্গে ৪৮ ঘণ্টার কর্মবিরতি শুরু

বগুড়া প্রতিনিধি : ৭ দফা বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি শুরু করেছে উত্তরবঙ্গ ট্রাক, ট্যাংকলরি, কাভার্ডভ্যান ও পিকআপ মালিক-শ্রমিক ঐক্য পরিষদ অধিকার আদায় বাস্তবায়ন কমিটি।

রোববার সকাল ৬টা থেকে ৪৮ ঘণ্টা উত্তরবঙ্গের ১৬টি জেলায় এ কর্মসূচি পালন করা হবে।

গত শনিবার দুপুরে বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই কর্মবিরতির ঘোষণা দিয়েছিলেন সংগঠনটির আহ্বায়ক আব্দুল মান্নান আকন্দ।

কর্মবিরতির ফলে উত্তরাঞ্চলের বগুড়াসহ ১৬ জেলা থেকে কোনো পণ্যবাহী গাড়ি, ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান ছেড়ে যায়নি। দাবি মানা না হলে এ ধর্মঘট অব্যাহত রাখা হবে বলে জানান অধিকার আদায় বাস্তবায়ন কমিটির নেতারা।

 

 

রাইজিংবিডি/বগুড়া/২১ মে ২০১৭/একে আজাদ/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়