ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

‘এ প্লাস’ রেটিং পেল কনফিডেন্স ও পিপলস

আশিক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩৯, ২৮ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘এ প্লাস’ রেটিং পেল কনফিডেন্স ও পিপলস

অর্থনৈতিক প্রতিবেদক : ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি।

 

এগুলো হলো- কনফিডেন্স সিমেন্ট এবং পিপলস ইন্স্যুরেন্স লিমিটেড। দুটি কোম্পানিই ‘এ+’ রেটিং পেয়েছে।

 

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

 

কনফিডেন্স সিমেন্ট: ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল) রেটিং অনুযায়ী কনফিডেন্স সিমেন্টের দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘এ+’। আর স্বল্পমেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-৩’।

 

৩০ জুন ২০১৬ থেকে ৩০ সেপ্টেম্বর ২০১৬ পর্যন্ত আর্থিক প্রতিবেদনের আলোকে এই রেটিং করা হয়েছে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।

 

পিপলস ইন্স্যুরেন্স: ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল) রেটিং অনুযায়ী পিপলস ইন্স্যুরেন্সের দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘এ+’। 

 

৩১ ডিসেম্বর, ২০১৫ থেকে ৩০ সেপ্টেম্বর ২০১৬ পর্যন্ত আর্থিক প্রতিবেদনের আলোকে এই রেটিং করা হয়েছে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৮ ডিসেম্বর ২০১৬/আশিক/হাসান/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়