ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

এক টন নিষিদ্ধ পলিথিন জব্দ

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৯, ২৭ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এক টন নিষিদ্ধ পলিথিন জব্দ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : মহানগরীর বায়েজিদ থানার আতুরার ডিপু এলাকায় একটি কারখানায় অভিযান চালিয়ে প্রায় এক টন নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর।

মঙ্গলবার দুপুরের দিকে পলিথিন দিয়ে শপিং ব্যাগ উৎপাদনকারী একটি নামহীন কারখানায় এই অভিযান পরিচালনা করা হয়। এই কারখানার মালিক আবু সাঈদ বলে জানা গেছে।

চট্টগ্রাম বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক আজাদুর রহমান অভিযানের সত্যতা নিশ্চিত করে রাইজিংবিডিকে জানান, গোপন সূত্রে তথ্য পেয়ে আতুরার ডিপু এলাকায় একটি কারখানায় অভিযান চালানো হয়। এই সময় কারখানাতে মজুদ থাকা প্রায় এক টন ওজনের পলিথিন জব্দ করা হয়েছে। এই ঘটনায় কারখানাটি বন্ধ করে দিয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। নিষিদ্ধ পলিথিনের ব্যাপারে ধারাবাহিক অভিযান চলবে।


রাইজিংবিডি/চট্টগ্রাম/২৭ আগস্ট ২০১৯/রেজাউল/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়