ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

এক দিনে ছয় বিবাহ বন্ধ

অদিত্য রাসেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫৬, ১৪ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এক দিনে ছয় বিবাহ বন্ধ

সিরাজগঞ্জ সংবাদদাতা : জেলায় এক দিনে ছয় স্কুলছাত্রীকে বাল্যবিবাহ থেকে রক্ষা করেছেন সিরাজগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান।

শুক্রবার বিকাল থেকে গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে এ বাল্যবিবাহগুলো বন্ধ করা হয়।

এসময় বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছেন, চুমকী খাতুন (১৩), মোছা. মিম খাতুন (১৬), নুসরাত খাতুন (১৩), লুবনা ইসলাম  (১৫), লিজা খাতুন (১৩) মোছা. রিমা খাতুন (১৩)।

সদর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান রাইজিংবিডিকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকাল হতে গভীর রাত পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বাল্যবিবাহগুলো বন্ধ করা হয়। এরমধ্যে ছয়টি বাল্যবিবাহে কনেরা অপ্রাপ্তবয়স্ক এবং একটিতে বর ও কনে উভয়ই অপ্রাপ্তবয়স্ক। বাল্যবিবাহগুলো বন্ধ করে সর্বমোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় প্রত্যেক কনের বাবা ও বরের বাবার কাছ থেকে কনে ও বর প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ দিবেন না বলে মুচলেকা নেয়া হয়।

বাল্যবিবাহগুলো বন্ধে সহযোগিতা করেন পৌর ভূমি সহকারী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, নূরে এলাহী ও আনসার ব্যাটালিয়নের সদস্যবৃন্দ।


রাইজিংবিডি/সিরাজগঞ্জ/১৪ সেপ্টেম্বর ২০১৯/অদিত্য রাসেল/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ