ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

এক লিভার নিয়ে জন্ম জোড়া দুই বোনের!

আব্দুল্লাহ আল নোমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৬, ১ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এক লিভার নিয়ে জন্ম জোড়া দুই বোনের!

হাফেজ মামুনুর রশিদ-ফাতেমা দম্পতির প্রথম সন্তান জন্মগ্রহণ করবে। এ নিয়ে পরিবারের সদস্যদের মাঝে আনন্দের কমতি ছিল না। প্রসব বেদনার কারণে যথা সময়ে ফাতেমা বেগমকে হাসপাতালে ভর্তি করাও হয়েছিল। অস্ত্রোপচারের মাধ্যমে দুই কন্যা শিশুর জন্মও দেন তিনি।

তবে দুই নবজাতককে দেখে আনন্দের বদলে প্রথমে আৎকে ওঠেন পরিবারের সদস্যরা। কারণ নবজাতক দুজন একে অপরের পেটের সাথে জোড়া লেগে আছে। আর জোড়া লাগানো দুই নবজাতকের শরীরের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ ঠিক থাকলেও দুজনের শরীরেই একটি মাত্র লিভার রয়েছে।

নবজাতকের দাদা শওকত আলী বলছিলেন, ‘প্রথমে ভয় পেলেও চিকিৎসকরা তাদের আশ্বস্ত করেন, ভয় পাওয়ার কিছু নেই। অস্ত্রোপচারের মাধ্যমে দুই কন্যাকে আলাদা করা যাবে। তবে এজন্য তাদের ঢাকায় নিয়ে যাওয়া প্রয়োজন। অপারেশনে  দরকার পড়বে বেশ টাকার, তাদের সেই সামর্থ নেই বলে অনেকটা দুশ্চিন্তায় পড়েছেন। এজন্য সরকারের সহযোগিতা কামনা করেছেন তিনি।’

ফাতেমা বেগমের বাড়ি সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর গ্রামে। গত ২৫ জানুয়ারি বিকেলে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রেপচারের মাধ্যমে দুই শিশুর জন্ম দেন তিনি। এরপর থেকেই তার শিশু দুটিকে শিশু সার্জারি বিভাগের ইনকিউভেটরে রাখা হয়েছিল। দুই মেয়ে এবং তাদের মা সুস্থ আছেন বলে জানিয়েছেন শিশু সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. নূরুল আলম।

তিনি জানান, এ দুই নবজাতকেরেই কিডনি, হার্ট ও ফুসফুস আলাদা রয়েছে। শুধুমাত্র লিভার একটি। অপারেশনের মাধ্যমে তাদের আলাদা করে লিভার সংস্থাপনের মাধ্যমে সুস্থ ও স্বাভাবিক করে তোলা সম্ভব। তবে ওসমানী হাসপাতালে প্রযুক্তিগত কিছু সংকট থাকায় তাদের ঢাকায় রেফার্ড করা হয়েছে।’

শনিবার দুপুরে হাসপাতালের শিশু সার্জারি বিভাগ থেকে ছাড়পত্র নিয়ে গ্রামের বাড়িতে ফিরেছেন তাদের পরিবার। এ বিষয়ে তাদের মামা নজরুল ইসলাম রাত ১১টায় মুঠোফোনে রাইজিংবিডিকে বলেন, চিকিৎসকদের পরামর্শক্রমে দিনেই তার দুই ভাগ্নিকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। রোববার সকালে তাদের ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাবেন।’

তিনি জানান, তার বোনের পরিবারের আর্থিক অবস্থা ভালো নয়। এ কারণে ঢাকায় নিয়ে অপারেশন করার সামর্থ নেই। তারা চিকিৎসা ব্যয়ের জন্য সরকারের সহযোগিতা চেয়েছেন এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।’

ওসমানী হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইউনুছুর রহমান সাংবাদিকদের জানান, শিশু দুটিকে আলাদা করতে অস্ত্রোপচার করতে হবে। অস্ত্রোপচারের পর ‘নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট-এনআইসিইউ’ এনআইসিইউ সার্পোটের প্রয়োজন পড়তে পারে।’

কিন্তু ওসমানী হাসপাতালে এখনও এনআইসিইউ চালু না হওয়ায় শিশু দুটিকে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।


সিলেট/আব্দুল্লাহ আল নোমান/নাসিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ