ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

এগিয়ে কুমিল্লা, পিছিয়ে চট্টগ্রাম

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৬, ১৭ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এগিয়ে কুমিল্লা, পিছিয়ে চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল বের হয়েছে আজ। দেখা গেছে, এইবার শতকরা পাশের হার সবচেয়ে বেশী কুমিল্লা শিক্ষা বোর্ডে এবং পিছিয়ে আছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড।

বুধবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী ড দীপু মনি।

ফলাফলের বোর্ডভিত্তিক পরিসংখ্যান থেকে দেখা যায়, সবচেয়ে বেশী পাসের হার কুমিল্লা বোর্ডে ৭৭ দশমিক ৭৪ শতাংশ । তার পরে পর্জায়ক্রমে রাজশাহী বোর্ডে ৭৬ দশমিক ৩৮ শতাংশ, যশোর বোর্ডে ৭৫ দশমিক ৬৫ শতাংশ, দিনাজপুর বোর্ডে পাসের হার ৭১ দশমিক ৭৮ শতাংশ, ঢাকা বোর্ডে পাসের হার ৭১ দশমিক ০৯ শতাংশ, বরিশাল বোর্ডে ৭০ দশমিক ৬৫ শতাংশ, সিলেট বোর্ডে ৬৭ দশমিক ০৫ শতাংশ এবং সর্বনিম্ন চট্টগ্রাম বোর্ডে ৬২ দশমিক ১৯ শতাংশ পাসের হার।

এছাড়া মাদরাসা শিক্ষা বোর্ডে পাস করেছে ৮৮ দশমিক ৫৬ শতাংশ, কারিগরি শিক্ষাবোর্ড থেকে পাস করেছে ৮২ দশমিক ৬২ শতাংশ ও ডিআইবিএস (ঢাকা)-এ পাসের হার ৬০ শতাংশ।

 

রাইজিংবিডি/ ঢাকা/১৭ জুলাই ২০১৯/হাসিবুল/ সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়