ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

এডিপি বাস্তবায়ন হয়েছে ৫১.৯৮ শতাংশ

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫৬, ২ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এডিপি বাস্তবায়ন হয়েছে ৫১.৯৮ শতাংশ

নিজস্ব প্রতিবেদক : ২০১৬-২০১৭ চলতি অর্থবছরের এপ্রিল পর্যন্ত ৫১.৯৮ শতাংশ বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রী।

মন্ত্রী বলেন, ২০১৬-২০১৭ চলতি অর্থবছরের এপ্রিল পর্যন্ত ৫১.৯৮ শতাংশ এডিপি বাস্তবায়ন হয়েছে, যা টাকার অঙ্কে ৬২ হাজার ৪ কোটি টাকা। একই সময়ে গত বছর এডিপি বাস্তবায়িত হয়েছিল ৫০.১৭ শতাংশ, যা টাকার অঙ্কে ছিল ৪৭ হাজার ১১৫ কোটি টাকা।

এ সময় মন্ত্রী বলেন, গত বছরের তুলনায় এ বছর এডিপি বাস্তবায়নের হার ভালো। আগামী তিন মাসেও এডিপি বাস্তবায়নের হার ভালো থাকবে বলে আমরা আশা করি।




রাইজিংবিডি/ঢাকা/২ মে ২০১৭/হাসিবুল/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়