ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

এডিস মশার লার্ভা : ৭ জনের কারাদণ্ড

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪১, ৩ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এডিস মশার লার্ভা : ৭ জনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : এডিস মশা নিধনে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রেখেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত।

গত ২২ জুলাই থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত মোট ১ লাখ ২ হাজার ৫’শ ৩৩ টি বাড়ি/নির্মাণাধীন ভবন/স্হাপনা পরিদর্শন করেন আদালত।

এর মধ্যে ১ হাজার ৩৬৫টি বাড়ি ও নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় সে লার্ভার উৎসস্থল ধ্বংস করে দেয়া হয়েছে। মোট সাত জনকে কারাদণ্ড প্রদান ও ৩৪ লাখ ৯৮ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ডিএসসিসির মোবাইল কোর্ট।

এদিকে মঙ্গলবার এডিস মশার লার্ভা নিধনে ডিএসসিসির ৫টি মোবাইল টিম ১০০টি বাড়ি, ৮টি বেসরকারি বাণিজ্যিক ভবন পরিদর্শন, ২ জন বাড়ির মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে। এছাড়া মোট ১০৮টি বাড়ির হোল্ডিং ইন্সপেকশন করেছে।

অঞ্চল-১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান মঙ্গলবার ২৫টি বাড়ি ইন্সপেকশন করেছেন। কিন্তু কোথাও লার্ভা পাননি।

অঞ্চল-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জাহিদ হাসান বক্সিবাজার এলাকা, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল এলাকার মোট ৩৫টি বাড়ি পরিদর্শন করেন। তিনি কোথাও এডিস মশার লার্ভা পাননি। তবে ২টি বাড়ির সামনে অপরিচ্ছন্ন পরিবেশ বিদ্যমান থাকায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

অঞ্চল-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট উদয়ন দেওয়ান ৩৪ নং ওয়ার্ডের  নাজিরাবাজার এলাকায় মোট ২০টি বাড়ি পরিদর্শন করেছেন এবং কোথাও এডিস মশার লার্ভা পাননি।

অঞ্চল-৫ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: শহীদুল্লাহ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট  শামসুল হক মোট ২০টি বাড়ি পরিদর্শন করেন। অঞ্চল-২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জহির আহমেদ ৮টি বেসরকারি বাণিজ্যিক ভবন পরিদর্শন করেছেন। এসব স্থানে এডিস মশার লার্ভা পাওয়া যায়নি।


রাই‌জিং‌বি‌ডি/ঢাকা/৩ সেপ্টেম্বর ২০১৯/আসাদ/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়