ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

এডুকেশন ওয়ার্ল্ড ফোরামে যোগ দিচ্ছেন শিক্ষামন্ত্রী

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪০, ২২ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এডুকেশন ওয়ার্ল্ড ফোরামে যোগ দিচ্ছেন শিক্ষামন্ত্রী

সচিবালয় প্রতিবেদক : আগামী ২৩ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠেয় এডুকেশন ওয়ার্ল্ড ফোরামে (ইডব্লিউএফ) যোগ দিবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

রোববার মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ আফরাজুর রহমান এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, শিক্ষামন্ত্রী তিন সদস্যবিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক চুন্নু এবং ন্যাশন্যাল স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিলের (এনএসডিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা খোরশেদ আলম।

বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষামন্ত্রীরা এ সম্মেলনে অংশগ্রহণ করবেন। সম্মেলনে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষা বিষয়ক টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং এক্ষেত্রে চ্যালেজ্ঞসমূহ চিহ্নিত করতে দেশসমূহের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হবে।

বাংলাদেশের শিক্ষামন্ত্রী ফোরামের মূলপর্বে বিভিন্ন বৈঠকসহ মিনিস্টেরিয়াল প্লিনারি সেশনে অংশগ্রহণ করবেন।

এ ছাড়া শিক্ষামন্ত্রী ই-নাইন দেশসমুহের মন্ত্রী বা তাদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। ঢাকায় আগামী ৫ থেকে ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ই-নাইন মন্ত্রী পর্যায়ের সম্মেলন নিয়ে তিনি আলোচনা করবেন।

ইডব্লিউএফ-এ যোগদানের উদ্দেশে শিক্ষামন্ত্রী রোববার রাতে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।



রাইজিংবিডি/ঢাকা/২২ জানুয়ারি ২০১৭/হাসান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়