ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

এবারো নৌদুর্ঘটনামুক্ত ঈদ করতে পারবো : নৌমন্ত্রী

বেলাল রিজভী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০২, ১০ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এবারো নৌদুর্ঘটনামুক্ত ঈদ করতে পারবো : নৌমন্ত্রী

মাদারীপুর প্রতিনিধি : নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, গত বছর ঈদের সময় কোনো নৌদুর্ঘটনা ঘটেনি। এবারো নৌদুর্ঘটনামুক্ত ঈদ উপহার দিতে পারবো বলে আশা করছি।

শনিবার দুপুরে মাদারীপুর জেলা প্রশাসনের উদ্যোগে শকুনি লেকের পাড়ে ৩৮তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিজ্ঞান মেলায় প্রধান অতিথিরি বক্তব্যে তিনি এ কথা বলেন।

নৌমন্ত্রী বলেন, ‘জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। নৌমন্ত্রণালয়, বিআইডব্লিউটিএ, পুলিশ, র‌্যাব, নৌ-পুলিশ ও স্কাউট সদস্যদের সমন্বয়ে একটি কমিটি করে দেওয়া হয়েছে। এই কমিটির সদস্যরা  ঘাটগুলোতে নিরাপদে যাত্রীরা উঠতে-নামতে সহযোগিতা করবে। আশা করছি, এবার দুর্ঘটনামুক্ত ঈদ উপহার দিতে পারবো।’

জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলামের সভাপত্বিতে বিজ্ঞান মেলায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজউদ্দিন খান, পুলিশ সুপার মো. সরোয়ার হোসেন,  উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিউর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাজাহান হাওলাদার প্রমুখ।



রাইজিংবিডি/মাদারীপুর/১০ জুন ২০১৭/বেলাল রিজভী/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়