ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

এফবিসিসিআই নির্বাচনে গণতান্ত্রিক পরিষদের প্যানেল ঘোষণা

নাসির উদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৭, ২০ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এফবিসিসিআই নির্বাচনে গণতান্ত্রিক পরিষদের প্যানেল ঘোষণা

অর্থনৈতিক প্রতিবেদক : দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই নির্বাচনেসম্মিলিত গণতান্ত্রিক পরিষদের প্যানেল ঘোষণা করা হয়েছে।

নির্বাচনে এফবিসিসিআইয়ের বর্তমান প্রথম সহসভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনকে সভাপতি পদে সমর্থন দিয়ে সরে দাঁড়িয়েছেন সভাপতি পদের অপর প্রার্থী ও সংগঠনের সাবেক সহসভাপতি, প্লাস্টিক অ্যাসোসিয়েশনের বর্তমান সভাপতি জসিম উদ্দিন।

এদিকে সম্মিলিত গণতান্ত্রিক পরিষদের পক্ষে কাজ করবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি সালমান এফ রহমান।

বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলে একটি হোটেলে এফবিসিসিআই নির্বাচন ২০১৭-১৯ উপলক্ষে সম্মিলিত গণতান্ত্রিক পরিষদের প্যানেল ঘোষণার জন্য আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

এছাড়া চেম্বার থেকে ১৮টি ও অ্যাসোসিয়েশন থেকে ১৮টি পদে প্রার্থী দিয়েছে এই প্যানেল।

সংবাদ সম্মেলনে  আরো উপস্থিত ছিলেন, ঢাকা সিটি কর্পোরেশন উত্তরের মেয়র আনিসুল হক, বিজিএমইএ-এর সভাপতি সিদ্দিকুর রহমান, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাছির হোসেন ও প্রাক্তন সহসভাপতি ও প্লাস্টিক অ্যাসোসিয়েশনের বর্তমান সভাপতি জসিমউদ্দিন।



রাইজিংবিডি/ঢাকা/২০ এপ্রিল ২০১৭/নাসির/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়