ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

এমন পরাজয়ে হতাশ জিদান

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:২৮, ২৭ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এমন পরাজয়ে হতাশ জিদান

স্কোরই বলে দিচ্ছে সব

ক্রীড়া ডেস্ক : । দলের এমন হারে হতাশ রিয়াল কোচ জিনেদিন জিদান। তবে ফরাসি কিংবদন্তির বিশ্বাস, তার দল ভালো একটি মৌসুম কাটাবে।

যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার ভোরে হওয়া ম্যাচের ৪৩ সেকেন্ডেই পিছিয়ে পড়েছিল রিয়াল। এমনকি প্রথমার্ধ শেষে স্কোরলাইন ছিল ৫-০। রিয়ালকে উড়িয়ে দিতে অ্যাটলেটিকোর হয়ে একাই চার গোল করেছেন দিয়েগো কস্তা।

ম্যাচ শেষে জিদান সাংবাদিকদের বলেছেন, ‘আমরা ম্যাচটা শুরুই করেছিলাম খুব বাজেভাবে। আট মিনিটে আমরা ২-০ গোলে পিছিয়ে পড়েছিলাম। কিছু পরিবর্তন করার জন্য আমাদের থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। প্রথমার্ধটা ছিল কঠিন। আমরা ম্যাচেই ঢুকতে পারিনি। আমাদের সবকিছুর অভাব ছিল, বিশেষ করে তীব্রতা।’

‘ওরা সাত গোল করেছে, এটা কোনোভাবেই হতে পারে না। খেলোয়াড়রাও জানে এটা, তারা তাই হতাশ। তবে এটা প্রাক মৌসুম ম্যাচ। ওরা সব দিক থেকেই আমাদের চেয়ে ভালো ছিল। এর বেশি কিছু বলার নেই।’

গত মৌসুমে লা লিগায় তৃতীয় হওয়া রিয়াল এবার প্রাক মৌসুমে প্রথম ম্যাচে বায়ার্ন মিউনিখের কাছে হারে ৩-১ গোলে। পরের ম্যাচে আর্সেনালের সঙ্গে দুই গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ২-২ ব্যবধানে ড্র করে।

নতুন মৌসুম তাদের ভালো কাটবে বলেই বিশ্বাস জিদানের, ‘আমরা অনুপ্রাণিত হবো, এ নিয়ে আমার কোনো সন্দেহ নেই। আমার বিশ্বাস, আমাদের মৌসুম ভালোই যাবে।’

‘আজকে আমরা খুশি হতে পারি না। তবে আমার যে দল আছে, তারা সামনে খুব ভালোভাবেই প্রতিদ্বন্দ্বিতা করবে। ফিরে গিয়ে আমাদের কিছুটা বিশ্রাম দরকার।’

 

রাইজিংবিডি/ঢাকা/২৭ জুলাই ২০১৯/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়