ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

এসডিজি অর্জনে পানি ও স্যানিটেশন সমস্যার সমাধানে সরকার

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৪, ৯ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এসডিজি অর্জনে পানি ও স্যানিটেশন সমস্যার সমাধানে সরকার

নিজস্ব প্রতিবেদক: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে নিরাপদ পানি ও স্যানিটেশন সমস্যার সমাধানে সরকার কাজ করছে। শতভাগ মানুষের কাছে এসব সুবিধা পৌঁছে দেয়া কঠিন হবে না বলেও দৃঢ় বিশ্বাস মন্ত্রীর।

সোমবার সন্ধায় রাজধানীর গুলশানে হোটেল লেকশোরে 'ওয়াটার ক্রেডিট অ্যাডপশন’ শীর্ষক সেমিনারে মন্ত্রী এ কথা বলেন।

এম এ মান্নান বলেন, ‘দেশে উন্নয়নের পাশাপাশি কিছুটা বৈষম্যও তৈরি হচ্ছে। যেমন পানি ও স্যানিটেশন সমস্যা। তাই এই বৈষম্য দূর করতে আমরা কাজ করে যাচ্ছি।’ 

তিনি বলেন, ‘আমরা দেশের ৯৮ ভাগ মানুষের কাছে পানি পৌঁছে দিতে পারছি। বাকি দুইভাগ মানুষের কাছে পানি পৌঁছে দেওয়া খুব বেশি কঠিন কাজ হবে বলে আমি মনে করছি না।’

তিনি বলেন, ‘দেশে দারিদ্র্যের প্রথম চাওয়া নিরাপদ পানি। যেহেতু এসডিজি লক্ষ্য অর্জনে নিরাপদ পানি জরুরি, আমরা এটা করবো। আমরা এই নিরাপদ পানি দেয়ার ক্ষমতা রাখি। আমাদের অর্থ আছে। আমরা ইতোমধ্যে শহরের বস্তিগুলোকে নজরে এনেছি। সেখানে নিরাপদ পানির ব্যবস্থা হবে।’

মন্ত্রী বলেন, ‘দেশের দারিদ্র্যের হিমশীতলতা ভাঙার কাজ শুরু হয়েছে। অচিরেই আমরা এর সফলতা পাব।’

অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশে ওয়াটার ডট অর্গ ৬০ জেলায় ১২ লাখের বেশি মানুষের কাছে পানি ও পয়ঃনিষ্কাশন সুবিধা নিশ্চিত করেছে।


রাইজিংবিডি/ঢাকা/৯ সেপ্টেম্বর ২০১৯/হাসিবুল/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়