ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘ওরা জান্নাতিকে বাঁচতে দিল না’

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫০, ২৫ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘ওরা জান্নাতিকে বাঁচতে দিল না’

অভিযুক্ত গৃহকর্ত্রী রোকসানা পারভীন

‘‘কিছু দিন আগেও শুনি জান্নাতিকে মারধর করেছে। এরআগেও তাকে মেরে হাত-পা ফাটিয়ে দিয়েছে। বলছি, তাকে নিয়ে আসি। কেউ আমার কথা শোনেনি। আমার কথা শুনলে মেয়েটিকে এভাবে মরতে হতো না।’’- এভাবেই নিজের কষ্টের কথা বলছিলেন জান্নাতির মামা মনিরুল ইসলাম মনি।

অভাবের সংসার ছিল। একটু ভালো থাকবে এই আশায় জান্নাতিকে ওর মা-বাবা কাজে দিয়েছিলেন। অন্যের বাড়িতে কাজ করায় বাড়িও তেমন যেতে পারতো না জান্নাতি। অবশেষে বাড়ি ফিরেছে, তবে লাশ হয়ে।

গৃহকর্মী জান্নাতিকে মেরে ফেলার অভিযোগ উঠেছে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাঈদ আহমেদ ও তার স্ত্রী রোকসানা পারভীনের বিরুদ্ধে। এই দম্পতির বিরুদ্ধে বৃহস্পতিবার জান্নাতির বাবা জানু মোল্লা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরই গৃহকর্ত্রী রোকসানা পারভীনকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার রোকসানা পারভীন আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়েছে। আর এখনো অধরা রয়েছেন সাঈদ আহমেদ।

জান্নাতির বাবা জানু মোল্লা বলেন, ‘‘মঙ্গলবার ভোরে রোকসানা পারভীন ফোনে জান্নাতির অসুস্থতার কথা জানান। জান্নাতিকে দেখতে চাইলে তাড়াতাড়ি ঢাকায় আসতে বলেন। খবর পেয়ে ঢাকায় আসি। এসে দেখি আমার মেয়ে মারা গেছে। মেয়ের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। পাষণ্ডরা আমার মেয়েকে এভাবে মেরে ফেললো। আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই, ফাঁসি চাই।’’

জান্নাতির মামা মনিরুল ইসলাম বলেন, ‘‘যখন জান্নাতির সাত বছর বয়স, তখন তাকে কাজে দেয়া হয়। সাড়ে পাঁচ বছর ধরে সেখানেই কাজ করেছে সে। কথা ছিল সাত বছর কাজ করলে এক লাখ টাকা দেবে। এ জন্য এখনো পর্যন্ত কোনো টাকা দেয়নি তারা। বিয়ের সময়ও টাকা দেয়ার কথা ছিল। কিন্তু তার আগেই তারা তাকে মেরে ফেলেছে। এখন টাকা দিয়ে কী হবে? আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। দোষীদের ফাঁসি চাই।’’

কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘‘ভাগ্নির জন্য দরদ হয়। সবাই ওকে অনেক ভালোবাসতো। প্রতিবেশী লোকজনও ওকে আদর করতো। কিন্তু ওরা আমার ভাগ্নিকে বাঁচতে দিল না।’’

মনিরুল বলেন, ‘‘জান্নাতিকে ফোনেও একটু কথা বলতে দিতো না। বাড়িও যেতে দিতো না। দেড় বছর আগে একবার একদিনের জন্য বাড়ি এসেছিল। তারপর তারা আবার নিয়ে যায়।’’

এরআগেও সাঈদ আহমেদ ও তার স্ত্রী রোকসানা পারভীনের বিরুদ্ধে আরেক  গৃহকর্মীকে মেরে ফেলার অভিযোগ করেন মনিরুল ইসলাম। তিনি বলেন, ‘‘ওই এলাকার লোকজন বলছে, এর আগে এভাবে আরেক জনকে তারা মেরে ফেলেছেন। জান্নাতিকে ওই এলাকার লোকজন ভালো জানতো। তাদের (গৃহকর্তা ও গৃহকর্ত্রী) বিরুদ্ধে সাক্ষ্য দেয়ার কথাও তারা জানিয়েছেন।’’

জান্নাতির মা মোছা. শামসুন্নাহার শোকে কাতর থাকায় কথা বলতে পারেননি।

বার বছর বয়সী গৃহকর্মী জান্নাতি চার বছর ধরে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাঈদ আহমেদের বাসায় কাজ করতো। বর্তমানে ঢাকার স্যার সৈয়দ রোডে বাসায় পরিবার নিয়ে থাকেন সাঈদ আহমেদ। জান্নাতির বাড়ি বগুড়ার গাবতলী উপজেলায়।

গত মঙ্গলবার ভোরে জান্নাতির বাবা জানু মোল্লাকে মেয়ে অসুস্থ বলে ঢাকায় ডেকে আনা হয়। ঢাকায় এসে দেখেন মেয়ে মারা গেছে। তিনি মেয়ের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে দেখতে পান। পরে জান্নাতির বাবা মোহাম্মদপুর থানায় মামলা করেন।

আরো পড়ুন :

ঢাকা/মামুন খান/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়