ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ওয়ালটনের উপহার পেয়ে বাকরুদ্ধ সেই বুলবুলি

জেলা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১১, ১৫ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওয়ালটনের উপহার পেয়ে বাকরুদ্ধ সেই বুলবুলি

বুলবুলিকে উপহার সামগ্রী বুঝিয়ে দেয়া হচ্ছে

বয়সের ভারে নুয়ে পড়া শরীর নিয়ে কোনোমতে চলে ফিরে বেড়ান। খুব কষ্ট হয়। প্রচণ্ড শীতে সেই কষ্ট আরো বাড়ে। তবুও বাইরে বের হতে হয়। জীবনের তাগিদে ভিক্ষাবৃত্তি করে কোনোমতে বেঁচে থাকা বুলবুলি বেগমের কথা বলছি।

গাইবান্ধার বাদিয়াখালী ইউনিয়নের রামনাথের ভিটা গ্রামে তার বাস। সেখানে তৌহিদুল মিয়ার বাড়ির বারান্দায় থাকেন তিনি। ঘর বলতে কিছুই নেই। শীতের কনকনে ঠান্ডা বাতাসে হাড় হিম হয়ে আসে তার। কিছুদিন আগে দান হিসেবে পাতলা দুটি কম্বল পেয়েছিলেন। তাতে দাঁতহীন মুখে ছড়িয়ে পড়েছিল দিগ্বীজয়ের হাসি।

তবে সেই হাসি স্থায়ী হয়নি। কম্বল দুটি চুরি হয়ে যায়। সাথে একটা শাড়ি এবং ভিক্ষার চাল। হাসি মুছে গিয়ে দুঃখভরা হাহাকার বেরিয়ে আসে বুলবুলির বুক চিরে। শীতের তীব্রতায় যবুথবু গানের পাখি সবার কাছে কম্বল চুরির বিচার চেয়ে বেড়াতে থাকেন। ভিক্ষুকের কম্বল কে চুরি করবে? বিষয়টি হাস‌্যকর ঠেকে অনেকের কাছে। বিশ্বাস করেননি কেউ। তাই বিচারও পাননি বুলবুলি।

চোখে পড়ার পর রাইজিংবিডির গাইবান্ধা সংবাদদাতা সিদ্দিক আলম দয়াল এ নিয়ে সংবাদ তৈরি করেন। রাইজিংবিডিতে ‘ভিক্ষুক বুলবুলির কম্বল চুরি’ শিরোনামে সংবাদটি প্রকাশিত হয়।

দেশের শীর্ষস্থানীয় মাল্টিন‌্যাশনাল ব্র্যান্ড ‘ওয়ালটন’- এর চেয়ারম‌্যান মহোদয়ের চোখে পড়ে সেই সংবাদ। দ্রুত ব‌্যবস্থা নেয়া হয়। গত রোববার সন্ধ‌্যায় নতুন কম্বলসহ দৈনন্দিন ব‌্যবহার্য নানা উপহার সামগ্রী পৌঁছে যায় বুলবুলির বাড়িতে। একটা কম্বল হারিয়ে চোখে অন্ধকার দেখা সেই বুলবুলি এবার বাকরুদ্ধ হয়ে পড়লেন। ভাষা হারা ঠোঁট দুটি কেঁপে কেঁপে ওঠে বারবার। কথা যোগাতে হিমসিম খেয়ে যান।

সেদিন সন্ধ‌্যায় নতুন ঝকঝকে খাট, তোষক, কম্বল, শাড়ি, চাল, চিড়া, গুড় ও নগদ টাকাসহ নানান উপহার সামগ্রী পেয়েও কেঁদে ফেলেন বুলবুলি। এবারের কান্নায় অভিমান বা দুঃখ নয়, আনন্দ ঝরে পড়ে। জীবন সায়াহ্নে এসে একসঙ্গে এতো উপহার পেয়ে হতবাক তিনি। ফ‌্যালফ‌্যাল করে চেয়ে থাকা ছাড়া সত‌্যিই কোনো কথা যোগাতে পারেননি বুলবুলি।

সেদিন ওয়ালটনের পক্ষ থেকে গাইবান্ধা ওয়ালটন প্লাজার ম্যানেজার মো. সুজায়েদ হোসাইন ও সাংবাদিক সিদ্দিক আলম দয়ালের তত্বাবধানে উপহার সামগ্রী বুঝে পান বুলবুলি।

সেসময় স্থানীয় গ্রামবাসী উপস্থিত ছিলেন। তাদের চোখে সেই সন্ধ‌্যায় বুলবুলি ভিক্ষুক নয়, অনন‌্য কেউ হয়ে উঠেছিলেন। গ্রামবাসী খুশি হয়েছেন। হাস‌্যরসে ভরা নানা মন্ত‌ব‌্য করেছেন। তাদের সেসব হাস‌্য রসিকতায় একসময় হাসি ফুটে ওঠে বুলবুলির মুখে।

 

আরো পড়ুন > 

 

গাইবান্ধা/দয়াল/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়