ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কক্সবাজারে ওয়ালটনের জমজমাট সেলস প্রমোশন প্রোগ্রাম

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৩, ১৩ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কক্সবাজারে ওয়ালটনের জমজমাট সেলস প্রমোশন প্রোগ্রাম

বাংলাদেশি ইলেকট্রনিকস জায়ান্ট ওয়ালটন গ্রুপের চট্টগ্রাম রিজিয়নের প্রায় ৪৫০ জন কর্মী শুক্রবার (১৩ মার্চ) পর্যটন নগরী কক্সবাজারে অন্যরকম আনন্দমুখর একটি দিন কাটিয়েছেন। বর্ণাঢ্য শোভাযাত্রা, নাচ-গান, আনন্দ আড্ডা, সমুদ্র ভ্রমণ, সৈকতে উৎসব, বুফে খাওয়া, বিজনেস কনফারেন্স, পুরস্কার—কোনো কিছুরই কমতি ছিল না এ আয়োজনে।

ওয়ালটনের প্লাজা সেলস ডেভেলপমেন্ট বিভাগের উদ্যোগে প্রতিষ্ঠানটির চট্টগ্রাম রিজিয়নের (পিএসডি-২) সেলস প্রমোশন প্রোগ্রাম, ২০২০ উপলক্ষে কক্সবাজারের প্রাসাদ প্যারাডাইস হোটেল ও সমুদ্র সৈকতে এ আনন্দ সম্মিলনের আয়োজন করা হয়।

চট্টগ্রাম মহানগরী, চট্টগ্রাম বিভাগ ও জেলা, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, নোয়াখালী, কুমিল্লা, ফেনী, চাঁদপুর থেকে ওয়ালটনের কর্মীরা এ বৃহৎ আয়োজনে যোগ দেন। তাদের মধ্যে ছিলেন- ওয়ালটনের প্লাজা ব্যবস্থাপক, সেলস এক্সিকিউটিভ, সার্ভিস সেন্টারের কর্মকর্তা, এরিয়া ম্যানেজার, আইটি ও মিডিয়া বিভাগের কর্মকর্তারা।

ঢাকা থেকে অনুষ্ঠানে যোগ দেন ওয়ালটন গ্রুপের সিনিয়র ডেপুটি ডিরেক্টর (প্লাজা সেলস অ‌্যান্ড ডেভেলপমেন্ট) আরিফুল ইসলাম, ওয়ালটন ফ্রিজ প্রোডাক্ট ম্যানেজার শহীদুজ্জামান রানা, পিএসডি-৬ এর প্রধান ওয়াহিদুজ্জামান তানভীর, মোবাইল মনিটরিং কর্মকর্তা মোর্শেদ তালুকদার, ক্রেডিট সেকশনের হেড আল আমীন সরকার। উপস্থিত ছিলেন চট্টগ্রাম রিজিওনের সব জোনের এরিয়া ম্যানেজার, ক্রেডিট মনিটর এবং প্লাজা ব্যবস্থাপকরা।    

শুক্রবার সকালে কক্সবাজারে পৌঁছেই ওয়ালটনের কর্মীরা সাগর সৈকতে আনন্দ উৎসবে অংশ নেন। দুপুর পর্যন্ত দেশের বৃহৎ সমুদ্র সৈকতে সময় কাটানোর পর বিকেলে বর্ণাঢ্য শোভাযাত্রা করেন তারা।  

শোভাযাত্রা শেষে সেলস প্রমোশন প্রোগ্রাম হয় প্রাসাদ প্যারাডাইস হোটেলের কনফারেন্স হলে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়ালটনের ডেপুটি ডিরেক্টর (প্লাজা সেলস অ‌্যান্ড ডেভেলপমেন্ট) আরিফুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন—এরিয়া ম্যানেজার ইমরোজ হায়দার খান, আরাফাত চৌধুরী, আরিফ মহিউদ্দিন, মোশাররফ হোসেন, সোহেল রানা, নুরে আলম প্রমুখ।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলের ওয়ালটনের মিডিয়া বিভাগের প্রতিষ্ঠান জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডির চট্টগ্রাম ব‌্যুরো প্রধান রেজাউল করিম।

প্রধান অতিথির বক্তব্যে আরিফুল ইসলাম বলেন, ওয়ালটনকে এগিয়ে নিতে আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। ওয়ালটনের উন্নতি মানেই আমাদের উন্নতি। এবার কক্সবাজারে এ আনন্দ সম্মিলন হচ্ছে। আগামীতে দেশের বাইরে ওয়ালটনের প্রতিটি কর্মীকে নিয়ে এমন বড় আয়োজন করার পরিকল্পনা রয়েছে। এজন্য আমাদের সকলকে ওয়ালটনের উন্নয়ন ও লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করতে হবে।

বিজনেস কনফারেন্স শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্র হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে নেচে-গেয়ে আনন্দ উপভোগ করেন ওয়ালটনের কর্মীরা। পরে র‌্যাফেল ড্রয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ওয়ালটন গ্রুপের কর্মকর্তারা।  




কক্সবাজার/রেজাউল/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়