ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কবিরহাট উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত

মাওলা সুজন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫১, ২৯ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কবিরহাট উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কবিরহাট উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।

শুক্রবার নির্বাচন কমিশন থেকে এ সংক্রান্ত চিঠি পেয়েছেন বলে নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. রবিউল আলম। আগামী ৩১ মার্চ নির্বাচন অনুষ্ঠানের দিন নির্ধারিত ছিল।

রবিউল আলম বলেন, নির্বাচনে ভোটগ্রহণ ঘিরে আইনশৃঙ্খলার অবনতির আশংকায় নির্বাচন কমিশন থেকে কবিরহাট উপজেলা নির্বাচন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।  

বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আলবক্স তাহের টিটুর সমর্থক ও নৌকার প্রার্থী কামরুন নাহার শিউলীর সমর্থকদের মধ্যে গোলাগুলি হয়। এতে উভয়পক্ষের সাত জন গুলিবিদ্ধসহ কমপক্ষে ১৬ জন আহত হয়েছে। সংবাদ পেয়ে বিজিবি ও জেলা সদর থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। বর্তমানে কবিরহাট উপজেলায় পুলিশ ও বিজিবি মোতায়ন রয়েছে। 



রাইজিংবিডি/নোয়াখালী/২৯ মার্চ ২০১৯/মওলা সুজন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়