ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

করোনা: তবু ভিড় উদ‌্যানে!

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৪, ২০ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনা: তবু ভিড় উদ‌্যানে!

মহামারি করোনা প্রতিরোধে সরকার সভা-সমাবেশ ও গণজমায়েত নিষিদ্ধ করলেও অনেকেই তা মানছেন না। রাজধানীর বিভিন্ন বিনোদন কেন্দ্র ও উদ‌্যানে ভিড় করছেন বিভিন্ন বয়স-শ্রেণি-পেশার মানুষ।  মিলিত হচ্ছেন সমাবেশ-মানববন্ধনেও। 

শুক্রবার (২০ মার্চ) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। কেউ এসেছেন পরিবারের সদস‌্যদের নিয়ে, কেউ এসেছেন বন্ধুর সঙ্গে।

সকালের দিকে উদ‌্যান প্রায় ফাঁকা থাকলেও দুপুর শেষে বিকেলের দিকে সূর্য গড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে চিত্র বদলে যেতে থাকে।  বাড়তে থাকে  ভিড়।  কেউ কেউ মেতে ওঠেন খেলাধুলায়, কেউ বা আড্ডায়।

উদ‌্যানে ঘুরতে আসা অসংখ‌্য মানুষের ভিড়ে  একজন বেলাল আহমেদ।  তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। স্ত্রী সুমাইয়া সুলতানা ও তিন বছর বয়সী শিশু সোহানকে নিয়ে ঘুরতে এসেছেন এই চাকরিজীবী।  সরকারি নিষেধাজ্ঞার মধ‌্যেও  উদ‌্যানে ঘুরতে আসার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘আসলে সবসময় সুযোগ হয় না।  আজকে সুমাইয়া বললো, একটু বের হবে। তাই, তাদের নিয়ে এলাম।’

করোনা ভাইরাস প্রতিরোধে এমন লোকসমাগমে আসা ঠিক কি না—এমন প্রশ্নের জবাবে হেসে ওঠেন বেলাল। বলেন, ‘অবশ্যই আমাদের সচেতন হওয়া উচিত। আসলে একদিন ফ্রি হলাম।  তাই চলে এলাম।  তবে, এমন অবস্থায় আসা উচিত নয়।’

বেলালের মতোই  উদ‌্যানে ঘুরতে  এসেছেন রাশেদুল ইসলাম রবিন ও নাঈমা।  দুজনই একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।  জনসমাগমে সরকারি নিষেধাজ্ঞার পরও উদ‌্যানে কেন এলেন—জানতে চাইলে রবিন বলেন, ‘আমাদের সচেতন থাকা উচিত।  এই মুহূর্তে বের হওয়া আসলেই রিস্ক!’

দর্শনার্থীদের সঙ্গে যখন কথা হচ্ছিল, তখন পাশে দাঁড়িয়ে সেই কথোপকথন শুনছিলেন উদ্যানের কালিমন্দির গেটে দায়িত্বরত নিরাপত্তাকর্মী বশির আহমেদ।  সরকারি নিষেধাজ্ঞার পরও উদ‌্যানে গণজমায়েতের কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘‘এটা তো পাবলিক প্লেস।   তাই যিনিই আসেন, আমরা কাউকে ‘না’ করতে পারি না।  তবে সন্ধ্যার পর গেট বন্ধ হয়ে যায়। বিশেষ করে শুক্রবার লোকসমাগম একটু বেশি হয়।  তবে অন্যান্য ছুটির দিনের তুলনায় আজ লোকজন অনেক কম আছে।  আগামীকাল-পরশু আরও কমে যাবে।  আবার আগামী শুক্রবার বাড়বে।’’

সরকার যখন গণজমায়েত এড়িয়ে চলার আহ্বান জানাচ্ছে, তখন ভিড় করার সুযোগ দিচ্ছেন কেন—জানতে চাইলে উদ‌্যানের নিরাপত্তার দায়িত্বে থাকা প্লাটুন কমান্ডার মো. সেলিম বলেন, ‘আসলে এমন পরিস্থিতিতে এখানে এভাবে লোক সমাগম হোক, তা আমরাও চাই না।  কিন্তু চাইলেও মানুষকে আটকে রাখা যাবে না।  তারা আসবেই।’

উদ‌্যান বন্ধ রাখা হবে কিনা—এমন প্রশ্নের জবাবে মো. সেলিম বলেন, ‘আমরা যখন ওপর থেকে নির্দেশনা পাই, তখন নির্দিষ্ট দিনের জন্য উদ্যান পুরোপুরি বন্ধ করে দেই।  কিন্তু করোনা ভাইরাসের কারণে উদ্যান বন্ধ রাখার এখন পর্যন্ত কোনো নির্দেশনা পাইনি।  গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে নির্দেশ দিলে উদ্যান বন্ধ করে দিতে পারি।’

এই বিষয়ে জানতে চাইলে উদ্যানের দায়িত্বে থাকা গণপূর্ত অধিদপ্তরের উপ-প্রকৌশলী আজমল হোসেন বলেন, ‘উদ্যান বন্ধ রাখার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। লোক সমাগমের বিষয়ে আগে সরকারের যে সিদ্ধান্ত ছিল, এখনো তা-ই আছে।’

উদ্যান এলাকায়  এই সময়ে এত মানুষের উপস্থিতি দুঃখজনক বলে মন্ত‌্য করেছেন শাহবাগ থানার ওসি (তদন্ত) আরিফুর রহমান সরদার। তিনি রাইজিংবিডিকে বলেন, ‘শিগগিরই এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

ওসি আরও বলেন, ‘টিএসসি, শাহবাগ, সোহরাওয়ার্দী উদ্যান, শহীদ মিনার এলাকায় যেন কোনো লোকসমাগম না হয়, সে ব্যাপারে আমাদের তৎপরতা অব্যাহত রয়েছে। ’  গণজমায়েত ঠেকাতে পুলিশের দুটি টিম সার্বক্ষণিক কাজ করছে বলেও তিনি জানান।


ঢাকা/ইয়ামিন/হক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়