ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

কর্মসংস্থান দাবি দাসিয়ারছড়ার বেকার যুবকদের

বাদশাহ সৈকত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৮, ৭ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কর্মসংস্থান দাবি দাসিয়ারছড়ার বেকার যুবকদের

কুড়িগ্রাম প্রতিনিধি : ‘বাঁচার মত বাঁচতে চাই, শিক্ষিত বেকারদের কর্মসংস্থান চা’- এই শ্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়াছড়ার বেকার শিক্ষিত যুবক-যুবতীরা মানববন্ধন করেছেন।

শনিবার দাসিয়াছড়ার কালিরহাট বাজারের দুই শতাধিক বেকার শিক্ষিত যুবকরা কর্মসংস্থানের দাবিতে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দাসিয়ারছড়ার ৩৭৬ জন শিক্ষিত বেকার-যুবক কর্মহীন হয়ে জীবনযাপন করছেন। তাই শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাই।

বক্তারা বলেন, বাংলাদেশের নাগরিকত্ব পেলেও এখনও বেকার রয়েছেন বিলুপ্ত ছিটমহলের শিক্ষিত বেকার যুবকরা। বিলুপ্ত ছিটমহলগুলো রাস্তা-ঘাটসহ অন্যান্য সুবিধা দেয়া হলেও কর্মসংস্থান কোন সুযোগ সৃষ্টি করা হয়নি। এজন্য বেকার শিক্ষিত যুবক-যুবতীদের কর্মসংস্থান সৃষ্টি করে বেকারত্ব ঘোচাতে প্রধানমন্ত্রীর দৃষ্টি কামনা করেন বক্তারা।

কর্মসূচিতে বক্তব্য রাখেন জাকির হোসেন, হুমায়ুন কবির, ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন-অর-রশিদ-হারুন, তানিয়া আক্তার, এমিনি আক্তার, কল্পনা আক্তার, মোস্তাফিজুর রহমান, তাজুল ইসলাম প্রমুখ।


রাইজিংবিডি/কুড়িগ্রাম/৭ সেপ্টেম্বর ২০১৯/বাদশাহ্ সৈকত/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়