ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘কাকভেজা হয়ে আব্বাস দেখছেন’

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৯, ৭ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘কাকভেজা হয়ে আব্বাস দেখছেন’

বিনোদন প্রতিবেদক: চলচ্চিত্র নির্মাতা সাইফ চন্দন নির্মাণ করেছেন ‘আব্বাস’ নামে সিনেমা। এতে চিত্রনায়ক নিরবের বিপরীতে অভিনয় করেছেন সোহানা সাবা ও সূচনা আজাদ।

গত ৫ জুলাই দেশের ৩৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। মুক্তির দিন রাজধানীর বেশ কয়েকটি হলে দর্শকদের সঙ্গে সিনেমাটি দেখেন নিরব। মুক্তির দিন প্রায় সব প্রেক্ষাগৃহ হাউজফুল ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমেও সিনেমাটি নিয়ে অনেকেই ইতিবাচক মন্তব্য করছেন।

সপ্তাহের তৃতীয় দিনে কেমন চলছে সিনেমাটি? এমন প্রশ্নের জবাবে পরিচালক সাইফ চন্দন রাইজিংবিডিকে বলেন, ‘‘গত শুক্রবার সারা দেশে মুক্তি পেয়েছে ‘আব্বাস’। সেদিন বাংলাদেশের খেলা থাকার পরও প্রায় সবগুলো হল হাউজফুল ছিল। এছাড়া দেশের বিভিন্ন এলাকায় এখন বৃষ্টি হচ্ছে তারপরও দর্শক কাকভেজা হয়ে আব্বাস দেখছেন। এটাই আমার বড় সার্থকতা। আশা করছি, পুরো সপ্তাহ সিনেমাটির সেল রিপোর্ট ভালো যাবে। তাছাড়া আগামী সপ্তাহে সিনেমাটির হল সংখ্যা বাড়বে।’’

অভিজ্ঞতা জানিয়ে নিরব বলেন, ‘‘পূরবী, পুনম, এশিয়া, চম্পাকলি সিনেমাসহ ঢাকার বেশ কিছু হল ঘুরেছি। এতে সিনেমাপ্রেমীরা যেভাবে হলে এসেছেন এবং ‘আব্বাস’ দেখছেন তা দেখে সত্যিই কৃতজ্ঞতা প্রকাশের ভাষা হারিয়ে ফেলেছি। যারা হলে গিয়ে সিনেমাটি দেখেননি তারা হলে দেখবেন। আমি বলব না কেমন হয়েছে। ইতোমধ্যে দর্শকরা সিনেমাটির রিভিউ দিয়েছেন।’’

আব্বাস নামে এক ছেলের বেড়ে ওঠা ও এলাকায় ত্রাস হয়ে উঠার গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘আব্বাস’। গল্প, সংলাপ, নাচ, গান, অ্যাকশন সবকিছু মিলিয়ে এটি মশলাদার বিনোদনের দারুণ একটি প্যাকেজ বলেও জানান চিত্রনায়ক নিরব।

ঢাকা ফিল্মস অ্যান্ড এন্টারটেইনমেন্ট প্রযোজিত ‘আব্বাস’ সিনেমাটির চিত্রনাট্য রচনা করেছেন জসিম উদ্দিন। নিরব-সাবা-সূচনা আজাদ ছাড়াও এতে অভিনয় করেছেন, জয়রাজ, আলেকজান্ডার বো, ডন, আজাদ, তাসনিয়া, নুসরাত পাপিয়া, সমাপ্তি মাসুক, শিমুল খানসহ অনেকে। বিশেষ একটি চরিত্রে দেখা যাবে আইটেম গার্ল নায়লা নাঈমকে।


রাইজিংবিডি/ঢাকা/৭ জুলাই ২০১৯/রাহাত/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়