ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কাঙালীনি সুফিয়ার পাশে রাইজিংবিডি

কাঞ্চন কুমার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫০, ২১ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কাঙালীনি সুফিয়ার পাশে রাইজিংবিডি

‘পরানের বান্ধব রে, বুড়ি হইলাম তোর কারণে’ গানের প্রখ্যাত কণ্ঠশিল্পী কাঙালীনি সুফিয়ার পাশে দাঁড়িয়েছে দেশের শীর্ষ স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকম।

মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে কুষ্টিয়ার জেলখানা মোড়ের এরশাদ নগরে কাঙালীনি সুফিয়ার বাড়িতে ১৫ দিনের খাদ‌্যসামগ্রীসহ নগদ টাকা নিয়ে রাইজিংবিডির পক্ষ থেকে হাজির হন কুষ্টিয়া সংবাদদাতা কাঞ্চন কুমার।

শারিরীকভাবে অসুস্থ সুফিয়া। আগের মতো গানের অনুষ্ঠানে যেতে পারেন না। তাই আয় রোজগার কম। তার মধ‌্যে করোনাভাইরাসের কারণে একেবারেই কর্মহীন হয়ে পড়েছেন তিনি। তাই সংসার আর চলছে না। মেয়ে পুস্পকে নিয়ে মানবেতর দিন কাটাচ্ছেন এই শিল্পী।

এর আগে কাঙালীনি সুফিয়াকে নিয়ে জনপ্রিয় নিউজ পোর্টাল রাইজিংবিডিতে ‘আমাকে বাঁচান ভাই: কাঙ্গালিনী সুফিয়া’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেটি নজরে আসে রাইজিংবিডির উপদেষ্টা সম্পাদক উদয় হাকিমের।

সঙ্গে সঙ্গে কাঙালীনি সুফিয়ার পরিবারকে খাদ্য সহায়তা দেওয়ার উদ্যোগ নেন তিনি। তার নির্দেশনায় মঙ্গলবার ১৫ দিনের খাদ্য সামগ্রী ও নগদ অর্থ পৌঁছে দেওয়া হয়। খাদ‌্য সামগ্রীর মধ‌্যে চাল, ডাল, আলু, আটা,‌ তেল প্রভৃতি ছিল।

এসব খাদ‌্য সামগ্রী ও নগদ অর্থ প্রদানের সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু।

আনিসুজ্জামান ডাবলু বলেন, ‘অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে রাইজিংবিডি একটি মহোৎ উদ্যোগ নিয়েছে। করোনা সঙ্কটের মধ‌্যে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ প্রদানের মাধ্যমে কর্মহীন ও অসহায় মানুষের মুখে হাসি ফুটবে।’

রাইজিংবিডির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কাঙালীনি সুফিয়া বলেন, ‘রাইজিংবিডির পাঠানো খাদ্য সহায়তা পেয়ে আমি খুব খুশি। আমি ওষুধ কিনতে পারছিলাম না। নগদ টাকা পাওয়ায় ভালো হলো। এ দিয়ে ওষুধও কিনতে পারব।’

কাঙালীনি সুফিয়ার মেয়ে পুস্প বলেন, ‘আমার মা অসুস্থ হয়ে পড়েছেন। আমরা খুবই কষ্টে আছি। রাইজিংবিডি খাদ্য সামগ্রী ও নগদ টাকা পাঠিয়েছে। এতে আমরা খুবই খুশি। করোনাভাইরাসের কারণে সবকিছু কেমন যেনো হয়ে গেছে। মানুষ মানুষের খোঁজ খবর রাখছে না। পাশে দাঁড়াচ্ছে না। সেখানে একটি অনলাইন পত্রিকা এভাবে আমাদের পাশে এসে দাঁড়াবে ভাবতেও পারিনি। তারা এভাবে আরও মানুষকে সাহয‌্য করুক। রাইজিংবিডির জন‌্য শুভ কামনা।’

রাইজিংবিডির উপদেষ্টা সম্পাদক উদয় হাকিম বলেন, ‘এই সময়ে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা অসহায় মানুষের পাশে সব সময় আছি এবং আগামীতেও থাকব।’

 

কাঞ্চন/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়