ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কাবুলে আত্মঘাতী হামলায় নিহত ৪০

রাসেল পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৩, ২৮ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কাবুলে আত্মঘাতী হামলায় নিহত ৪০

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলের পশ্চিমাঞ্চলে শিয়া সম্প্রদায়ের একটি ধর্মীয় প্রতিষ্ঠানে আত্মঘাতী হামলায় কমপক্ষে ৪০ জন নিহত ও ৩০ জন আহত হয়েছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বৃহস্পতিবার ওই এলাকায় দুটি বিস্ফোরণের পর এই আত্মঘাতী হামলা চালানো হয়।

বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

সাম্প্রতিক সময়ে শিয়া সম্প্রদায়ের বিভিন্ন প্রতিষ্ঠান ও অনুষ্ঠানে চালানো হামলার দায় স্বীকার করে আসছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। তবে এ হামলার দায় এখনো কোনো পক্ষ স্বীকার করেনি। আফগান তালেবান এক বিবৃতিতে এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত না থাকার দাবি করেছে।

সামাজিক যোগাযোগা মাধ্যমে পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, বেশ কিছু মানুষের মরদেহ ওই প্রতিষ্ঠানের আঙিনায় ছড়িয়ে ছিটিয়ে আছে। এক আফগান কর্মকর্তা বলেছেন, তাবায়ান সাংস্কৃতিক কেন্দ্র লক্ষ্য করে এ হামলা চালানো হয়ে থাকতে পারে। আফগানিস্তানে সাবেক সোভিয়েত ইউনিয়নের আগ্রাসনের ৩৮ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠান চলছিল ওই কেন্দ্রে।

অক্টোবর মাসে শিয়াদের একটি মসজিদে হামলায় ৩৯ জন নিহত হয়েছিল।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৮ ডিসেম্বর ২০১৭/রাসেল পারভেজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়