ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কিশোরগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

রুমন চক্রবর্তী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩০, ১৫ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কিশোরগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিন নিহত হয়েছে। এ ঘটনায় আরো চার জন আহত হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়ন পরিষদের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জামাল উদ্দিন, তোফাজ্জল ও উমর ফারুক। এদের মধ্যে জামাল উদ্দিনের বাড়ি করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর গ্রামে। বাকি দুই জনের বাড়ি ইটনা উপজেলার বয়রা গ্রামে।

আহত চার জন হলেন- আব্দুল কাদির (৩০), পরিমল (২২), গিয়াস উদ্দিন (৪৫) ও সিরাজ উল্লাহ (৫০)। তারা সবাই ইটনা উপজেলার বাসিন্দা। তাদের কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সামা মো. ইকবাল হায়াত জানান, অটোরিকশা করিমগঞ্জের চামড়াবন্দর থেকে ভৈরবে যাচ্ছিল। পথে উপজেলার আচমিতা ইউনিয়ন পরিষদের সামনে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজিচালক জামাল মিয়াসহ সকল যাত্রী আহত হয়। আহতদের বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিন জনকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ট্রাকটি আটক করেছে। তবে এর চালক পালিয়ে গেছে বলে জানান ওসি।

 

রাইজিংবিডি/কিশোরগঞ্জ/১৫ আগস্ট ২০১৯/রুমন চক্রবর্তী/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ