ঢাকা     শনিবার   ১১ মে ২০২৪ ||  বৈশাখ ২৮ ১৪৩১

কুনিও হত্যা মামলার রায় এ মাসেই

নজরুল মৃধা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৫, ৬ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কুনিও হত্যা মামলার রায় এ মাসেই

নিজস্ব প্রতিবেদক, রংপুর : রংপুরে জাপানি নাগরিক হোসি কুনিও হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। এই মামলার রায় এ মাসেই ঘোষণা করা হবে।

সোমবার রংপুরের বিশেষ জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকারের আদালতে এই সাক্ষ্যগ্রহণ সম্পন্ন করা হয়।

এই মামলায় ১০ কার্যদিবসে মোট ৫৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হলো। সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কুনিও হত্যা মামলায় গ্রেপ্তার ৫ আসামি জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) রংপুর আঞ্চলিক কমান্ডার মাসুদ রানা, সদস্য ইছাহাক আলী, লিটন মিয়া, আবু সাঈদ ও সাখাওয়াত হোসেনকে আদালতে হাজির করা হয়।

বিশেষ জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রথিশ চন্দ্র ভৌমিক জানান, সাক্ষ্য গ্রহণের ১০ম দিনে আজ আদালতে সাক্ষ্য দেন কাউনিয়া থানার ওসি আব্দুল কাদের জিলানী।

তিনি জানান, এই মামলার ১০ কার্য দিবসে প্রত্যক্ষদর্শী, পুলিশ, ডাক্তার, এলাকাবাসীসহ মোট ৫৫ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।

তিনি আরো বলেন, এই চাঞ্চল্যকর মামলার রায় এই মাসেই ঘোষণা করা হবে।

এ মামলায় জেএমবির ৮ জঙ্গির বিরুদ্ধে গত ৭ আগস্ট অভিযোগপত্র দিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা কাউনিয়া থানার ওসি আব্দুল কাদের জিলানী। আসামিদের মধ্যে জেএমবির আঞ্চলিক কমান্ডার মাসুদ রানাসহ পাঁচ জঙ্গি কারাগারে আছে। বাকি তিনজনের মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহসান উল্লাহ আনছারী পলাতক রয়েছেন। এই মামলার অপর দুই আসামির মধ্যে ৫ জানুয়ারি সাদ্দাম হোসেন ঢাকায় এবং অপর আসামি নজরুল ইসলাম ওরফে বাইক হাসান গত বছরের ১ আগস্ট রাজশাহীতে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন, অ্যাডভোকেট আফতাব হোসেন ও আবুল হোসেন।

২০১৫ সালের ৩ অক্টোবর সকালে হোসি কুনিওকে কাউনিয়া উপজেলার আলুটারি এলাকায় গুলি করে হত্যা করা হয়।

 

 

রাইজিংবিডি/রংপুর/৬ ফেব্রুয়ারি ২০১৭/নজরুল মৃধা/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ