ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

কুমিল্লায় নকল ট্যাং তৈরির কারখানায় র‌্যাবের অভিযান

জাহাঙ্গীর আলম ইমরুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩০, ১৪ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কুমিল্লায় নকল ট্যাং তৈরির কারখানায় র‌্যাবের অভিযান

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়ার সোনাপুর এলাকায় নকল ট্যাং তৈরির কারখানায় ঝটিকা অভিযান চালিয়েছে র‌্যাব।

কুমিল্লা র‌্যাব-১১ সিপিসি-২ এর নিজস্ব গোয়েন্দাদের তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে র‌্যাবের বিশেষজ্ঞ দল এ অভিযানে প্রায় ৭ লাখ টাকার ক্ষতিকর কেমিক্যাল, মানব দেহের ক্ষতিকারক রং, স্যাকারিন, বিষাক্ত নকল শরবতের পাউডার ট্যাং ধ্বংস করে।

কুমিল্লার বিভিন্ন এলাকায় ভেজাল বিরোধী অভিযান নিয়মিত চলবে বলে জানান র‌্যাব-১১ সিপিসি-২ এর ভারপ্রাপ্ত কমান্ডার প্রণব কুমার।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা জেলা অফিসের সহকারী পরিচালক আসাদুল ইসলাম, র‌্যাব-১১ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার প্রণব কুমার এবং জেলা স্যানিটেশন কর্মকর্তা অমলেন্দু ভাণ্ডারীর নেতৃত্বে যৌথভাবে অভিযানটি পরিচালিত হয়।

এ সময় বিভিন্ন অভিযোগে ভোক্তা অধিকার আইনে মদিনা বেভারেজ অ্যান্ড ফুডসের নকল কারখানাটির মালিক মো. আলমকে ৫০ হাজার টাকা নগদ টাকা জরিমানা এবং অবৈধভাবে অপরিচ্ছন্ন পরিবেশসহ নানা অনিয়মের অভিযোগে প্রশাসনিক কার্যক্রমের আওতায় কারখানাটিকে অনির্দিষ্টকালের জন্য সিলগালা করা হয়।

উৎপাদিত পণ্যের নমুনা সংগ্রহ করে ল্যাব টেস্টের জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে জানায় র‌্যাব।

 

 

 

 

রাইজিংবিডি/কুমিল্লা/১৪ মে ২০১৯ /জাহাঙ্গীর আলম ইমরুল/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়