ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির উন্নতি

বাদশাহ সৈকত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১১, ২৭ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির উন্নতি

কুড়িগ্রাম সংবাদদাতা : কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে ধরলা ও ব্রহ্মপুত্রের পানি এখনো বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নিম্নাঞ্চলের ঘর-বাড়ি থেকে পানি নেমে যায়নি।

পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে ডায়রিয়া, চর্মরোগসহ পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন এলাকার মানুষজন।

জেলা সিভিল সার্জন ডা. এস এম আমিনুল ইসলাম জানান, বন্যা দুর্গতদের জন্য ৮৫টি মেডিকেল টিম কাজ করছে। তারা পানিবাহিত রোগের চিকিৎসা সেবা দিচ্ছে।

স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, সেতু পয়েন্টে ধরলা নদীর পানি বিপদসীমার ১৪ সেন্টিমিটার ও চিলমারী পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার ১৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।


রাইজিংবিডি/কুড়িগ্রাম/২৭ জুলাই ২০১৯/বাদশাহ সৈকত/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়