ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কুড়িগ্রামে ১৫ ডেঙ্গু রোগীর সকলে ঢাকা ফেরত

বাদশাহ সৈকত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৮, ১ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কুড়িগ্রামে ১৫ ডেঙ্গু রোগীর সকলে ঢাকা ফেরত

কুড়িগ্রাম সংবাদদাতা : কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে এ পর্যন্ত ১৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। তারা সকলে ঢাকায় বসবাস করেন।

বর্তমানে ১১ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চার জনকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।

দুইজন ঢাকাতেই পরীক্ষা-নিরীক্ষার পর ডেঙ্গুতে আক্রান্ত নিশ্চিত হয়ে কুড়িগ্রাম সদর হাসপাতালে এসে চিকিৎসা নিচ্ছেন। বাকি ১৩ জন ঢাকা থেকে ফিরে কুড়িগ্রামে পরীক্ষা-নিরীক্ষা করার পর ডেঙ্গু ধরা পড়লে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল সূত্র জানান, ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় হাসপাতালের কার্ডিওলজি ওয়ার্ডের একটি কক্ষে ডেঙ্গু কর্ণার খোলা হয়েছে।

ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম পৌরসভা কর্তৃপক্ষ তিনটি ফগার মেশিনের মাধ্যমে মশা নিধনের কার্যক্রম শুরু করেছে।

কুড়িগ্রাম পৌর মেয়র আব্দুল জলিল জানান, তিনটি ফগার মেশিন ঢাকা থেকে এনে সদর হাসপাতাল চত্বর থেকে মশা নিধনের ওষুধ ছিটানোর কার্যক্রম শুরু করা হয়েছে। এটা পর্যায়ক্রমে পৌরসভার সব এলাকায় ছিটানো হবে।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. আবু মো.  জাকিরুল ইসলাম জানান, ডেঙ্গু আক্রান্ত সকলে ঢাকায় বসবাস করেন।

 

রাইজিংবিডি/কুড়িগ্রাম/১ আগস্ট ২০১৯/বাদশাহ সৈকত/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়