ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

কেনের হ্যাটট্রিকে ইংল্যান্ডের তিনে তিন

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৩৭, ৮ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কেনের হ্যাটট্রিকে ইংল্যান্ডের তিনে তিন

ক্রীড়া ডেস্ক : ২০২০ ইউরো বাছাইপর্বে শতভাগ জয়ের ধারা ধরে রেখেছে ইংল্যান্ড। হ্যারি কেনের হ্যাটট্রিকে বুলগেরিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে গ্যারেথ সাউথগেটের দল।

‘এ’ গ্রুপে নিজেদের প্রথম তিন ম্যাচের সবগুলোই জিতল ইংল্যান্ড। ৯ পয়েন্ট নিয়ে তারা রয়েছে গ্রুপের শীর্ষে।

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে শনিবার রাতে ম্যাচের ২৪ মিনিটে খুব কাছ থেকে গোল করে ইংল্যান্ডকে লিড এনে দেন কেন।  প্রথমার্ধে গোল হয়েছে এই একটিই।

বিরতির পর ৪৯ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন কেন। ডি-বক্সের ভেতর বুলগেরিয়ার নিকোলায় বদুরোভ ইংল্যান্ডের মার্কাস রাশফোর্ডকে ফাউল করায় পেনাল্টি পেয়েছিল স্বাগতিকরা।

৫৫ মিনিটে কেনের ক্রস থেকে স্কোরলাইন ৩-০ করে ফেলেন রাহিম স্টার্লিং। আর ৭৩ মিনিটে আরেকটি পেনাল্টি থেকে হ্যাটট্রিক পূর্ণ করেন কেন।

দেশের হয়ে ৪০ ম্যাচে কেনের গোল হলো ২৫টি। গ্যারি লিনেকারের (২৭) পর ইংল্যান্ডের প্রথম খেলোয়াড় হিসেবে প্রথম ৪০ ম্যাচে কমপক্ষে ২৫ গোল করার কীর্তি গড়লেন টটেনহামের এই ফরোয়ার্ড।

ক্লাব ও জাতীয় দলের হয়ে কেনের হ্যাটট্রিক হলো ১৩টি (ক্লাবের হয়ে ১১টি, দেশের জার্সিতে ২টি)। দেশের হয়ে প্রথম হ্যাটট্রিকটি করেছিলেন গত বিশ্বকাপে, পানামার বিপক্ষে।

 

রাইজিংবিডি/ঢাকা/৮ সেপ্টেম্বর ২০১৯/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়