ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ক্রিকেট ছাড়ার আগে দলের ভালো অবস্থান দেখতে চাই: রুমানা

আব্দুল্লাহ এম রুবেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৯, ৫ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ক্রিকেট ছাড়ার আগে দলের ভালো অবস্থান দেখতে চাই: রুমানা

সদ্য শেষ হওয়া নারী ক্রিকেট বিশ্বকাপে সাফল্যের দেখা পায়নি বাংলাদেশের মেয়েরা। চার ম্যাচের সবগুলোতেই হারতে হয়েছে টাইগ্রেসদের। তখন থেকে বিশ্বকাপ ব্যর্থতা নিয়ে নানা সমালোচনা চাউর হতে থাকে। নারী জাতীয় দলের পরিকল্পনায় ভুল, সিদ্ধান্ত গ্রহণে ব্যর্থতা সহ নানা কারণ উঠে আসে মিডিয়ায়। সবচেয়ে বেশি প্রশ্ন উঠেছে দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার রুমানা আহমেদ ও অধিনায়ক সালমা খাতুনের ব্যাটিং অর্ডার নিয়ে।

এসব নিয়ে এ প্রতিবেদকের সঙ্গে কথা বলছেন নারী দলের অন্যতম সদস্য রুমানা। তিনি যদিও বিশ্বকাপ ব্যর্থতার জন্য দলের অভিজ্ঞতার অভাবকে দায়ী করেন। তবে মনে করেন, ব্যক্তিগত ভাগে কাঙ্খিত সুযোগটাও পাননি। তবে এখন অতীত নিয়ে পড়ে থাকতে চান না তিনি। বরং ভবিষ্যতে মেয়েদের ক্রিকেটে বাংলাদেশকে সম্মানজনক অবস্থানে দেখতে চান বলে জানিয়েছেন রুমানা। এই অভিজ্ঞ ক্রিকেটারের সঙ্গে আলাপের চুম্বক অংশ রাইজিংবিডি’র পাঠকদের জন্য তুলে ধরা হলো।

বিশ্বকাপের বেশ আগে থেকে খারাপ সময় পার করছিলেন রুমানা। প্রায় দুই মাসের মতো ইনজুরিতে পড়ে ছিলেন খেলার বাইরে। মিস করেছেন দলের সাথে ভারত ও শ্রীলঙ্কা সফর। তবে বিশ্বকাপের আগে মাত্র দুই মাসে নিজেকে ফিট করে তুলেছেন। যদিও ব্যাট-বলের ঝলক দেখাতে পারেননি অস্ট্রেলিয়ায়। এই অলরাউন্ডার চার ম্যাচে করেছেন মোটে ২৮ রান ও শিকার করেছেন কেবল ২ উইকেট। যা রুমানার নামের প্রতি সুবিচার করতে পারেনা কোনোভাবেই।
 


যদিও পর্যাপ্ত ব্যাটিংয়ের সুযোগ না পাওয়াকেও দুষছেন রুমানা। নিজের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করে বলেন, ‘বিশ্বকাপে আমার পারফরম্যান্সে আমি খুবই হতাশ। এতটা খারাপ হবে আমিও ভাবতে পারিনি। তবে আমার কাছে মনে হয়েছে একটু সুযোগের অভাব ছিলো। আসলে এই ওয়ার্ল্ড কাপে আমাকে কখনও ছয়ে আবার কখনও আটে খেলা লাগছে। সেটা আমি এর আগে কখনও করিনি। হয়তো বা ওই পজিশনে আমার নিজেরই ঘাটতি আছে।’

নিজের পারফরম্যান্স ছাড়াও দলের ব্যর্থতার কারণ নিয়েও কথা বলেন তিনি। মনে করেন ব্যাটিং অর্ডারে ওলট-পালট করায় ভুগেছে দল। নিয়মিত উপরে ব্যাটিং করা অনেককেই দেখা গেছে পিছনের দিকে ব্যাটিং করতে। যদিও এটাকেই কেবল ব্যর্থতার কারণ হিসেবে মানছেন না রুমানা। তবে বিশ্বাস করেন নিজের ব্যাটিং অর্ডার আরেকটু উপরে থাকলে উপকৃত হতে পারতো দল। এমনকি কিছুটা সুশ্রী হতো তাঁর পারফরম্যান্সও।

রুমানার ভাষ্যে, ‘আসলে আমাকে সব সময়ই দলের জন্যই খেলতে হবে। টিম ম্যানেজমেন্ট আমাকে যেখানে খেলালে দলের জন্য ভালো মনে হবে আমাকে সেখানেই খেলতে হবে। আমি এসব ক্ষেত্রে অনেক ফ্লেক্সিবল থাকি। এর আগে আমি ওপেনও করেছি। হয়তো এই বিশ্বকাপে আমি দলের সেই চাহিদা পূরণ করতে পারিনি। হয়তো বা ইনজুরি কাটিয়ে মাঠের সাথে খাপ খাওয়াতেও পারিনি।’
 


নিজের ব্যাপারে কিছুটা রাখঢাক রাখলেও অধিনায়ক সালমা খাতুনের ব্যাটিং অর্ডার নিয়ে বেশ জোরেশোরে কথা তুলেছেন রুমানা। যে সালমার ব্যাটে ভর করে বাংলাদেশ নারী দল দেখেছে অনেক জয় সেখানে তাকে লেজের সারির ব্যাটসম্যানের সঙ্গে নামানো পছন্দ হয়নি রুমানার। এই নারী ক্রিকেটার মনে করেন কোচ ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে কঠোর হওয়া উচিত ছিল সালমার। তাঁর ভাষ্যে, ‘সালমা আপুর আরেকটু কঠোর হওয়া উচিত ছিল। কোচদের সাথে নিজের ব্যাপারে আরও বেশী আলোচনা করা দরকার ছিল। সালমা আপুর ক্ষেত্রে যেটা হয়েছে, উনার ব্যাটিং অর্ডারটা কিন্তু ডিমোশন হচ্ছে ২০১৬ বিশ্বকাপ থেকে। উনি এই জিনিসটা মেনে নিচ্ছে। যদিও উনার উচিত ছিল তখন থেকেই এটা নিয়ে কোচ বা টিম ম্যানেজমেন্টের সাথে আরও কথা বলার।’’

তবে বিশ্বকাপের বাজে পারফরম্যান্স ভুলে ভবিষ্যতে ভালো করার জন্য মুখিয়ে আছেন রুমানা। শুধু নিজের ক্ষেত্রে নয় দলের জন্যও। খেলা ছেড়ে দেওয়ার আগে দলকে একটা বিশেষ জায়গায় রেখে যেতে চান তিনি। আর এটা কেবল ইচ্ছে নয় তাঁর, বরং জেদ হিসেবে নিচ্ছেন বিষয়টিকে।

নিজের ভবিষ্যত পরিকল্পনা নিয়ে রুমানা বলেন, ‘আমার একটা জেদ আছে, আমার দলকে আমি একটা বিশেষ জায়গায় পৌঁছে দিতে চাই। হয়তো আমি আর বেশীদিন ক্রিকেট খেলবো না, ক্রিকেট ছাড়ার আগে আমি চাইবো আমার দল একটা সম্মানজনক অবস্থানে যাক। এর জন্য আমাকে অবশ্যই গেলো বিশ্বকাপের ল্যাকিংসের দিকে মনযোগ দিতে হবে। এই মুহূর্তে আমি তাড়াতাড়ি রিকভার করে স্ট্রংলি মাঠে ব্যাক করতে চাই।’


ঢাকা/রুবেল/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়