ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘খালেদার জ্ঞাতসারে, তারেকের প্রত্যক্ষ সহযোগিতায় হামলা’

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৮, ২২ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘খালেদার জ্ঞাতসারে, তারেকের প্রত্যক্ষ সহযোগিতায় হামলা’

জ্যেষ্ঠ প্রতিবেদক : তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্ঞাতসারে ও তারেক রহমানের প্রত্যক্ষ সহযোগিতায় ২১ আগস্ট গ্রেনেড হামলা হয়েছিল বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। এজন্য তিনি খালেদা জিয়াকে বিচারের আওতায় আনার ও তারেক জিয়াকে সর্বোচ্চ শাস্তি দেয়ার দাবি জানিয়েছেন।

বৃহস্পতিবার রাজধানীর ডিপ্লোমা ইনস্টিটিউট মিলনায়তনে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ অভিযোগ করেন তিনি। বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ‘বঙ্গবন্ধুর শিক্ষা ও প্রযুক্তি ভাবনা : চলমান ও আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয়’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করা হয়।

হাছান মাহমুদ বলেন, ‘স্বাধীনতার পরে বঙ্গবন্ধু দেশ পরিচালনায় যে সময় পেয়েছেন, মূলত ওই সময়ে তিনি সমৃদ্ধ বাংলাদেশের ভিত্তি গড়ে গেছেন। যার ভিত্তি ধরে শেখ হাসিনার নেতৃত্বে বর্তমানে সমৃদ্ধ উন্নত দেশের উন্নীত করার কার্যক্রম দৃঢ়তার সাথে এগিয়ে চলছে।’

তিনি বলেন, বঙ্গবন্ধু বিশ্বাস করতেন, সোনার মানুষ ছাড়া সোনার দেশ গড়া সম্ভব নয়। তিনি শিক্ষাকে মানুষ গড়ার প্রথম হাতিয়ার হিসেবে গণ্য করে সকল প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেছিলেন। বিদেশে কোম্পানিগুলো থেকে গ্যাস-তেলের মালিকানা কিনে নিয়েছিলেন। যার সুফল এখন জাতি পাচ্ছে।’

স্বাধীনতাযুদ্ধের পরাজিত শক্তি রাজনীতির আদর্শিক সংগ্রামে ব্যর্থ হয়ে বঙ্গবন্ধুকে হত্যার পথ বেছে নিয়েছিল, উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আদর্শের মৃত্যু হতে পারে না। শেখ হাসিনা অপ্রতিরোধ্য উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে সেটিই প্রমাণ করছেন।’

আইডিইবির সভাপতি এ কে এম এ হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন ও উন্নয়ন) এ কে এম জাকির হোসেন ভূইঞা, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক রওনক মাহমুদ, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. মো. মোরাদ হোসেন মোল্ল্যা।

প্রবন্ধ উপস্থাপন করেন যশোর টিএসসির অধ্যক্ষ ড. সৈয়দ আব্দুল আজিজ ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের কারিকুলাম বিশেষজ্ঞ ড. শাহ আলম মজুমদার। স্বাগত বক্তব্য রাখেন আইডিইবির সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান।

 

রাইজিংবিডি/ঢাকা/২২ আগস্ট ২০১৯/রেজা/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়