ঢাকা     শনিবার   ১১ মে ২০২৪ ||  বৈশাখ ২৮ ১৪৩১

খুবির দ্বিতীয় মেয়াদে উপাচার্য হলেন ফায়েক উজ্জামান

মুহাম্মদ নূরুজ্জামান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৭, ২৬ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খুবির দ্বিতীয় মেয়াদে উপাচার্য হলেন ফায়েক উজ্জামান

মোহাম্মদ ফায়েক উজ্জামান

নিজস্ব প্রতিবেদক, খুলনা : খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) দ্বিতীয় মেয়াদে উপাচার্য নিযুক্ত হয়েছেন প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান।

বৃস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব আবদুস সাত্তার মিয়া স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে মোহাম্মদ ফায়েক উজ্জামানের নিয়োগের মেয়াদ চার বছর হবে বলে উল্লেখ করা হয়েছে। 

খুলনা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে তিনিই প্রথম দ্বিতীয় মেয়াদে উপাচার্য নিযুক্ত হলেন।

প্রফেসর মোহাম্মদ ফায়েক উজ্জামান ২০১৩ সালের ১০ জানুয়ারি থেকে ২০১৭ সালের ৯ জানুয়ারি পর্যন্ত সাফল্যের সঙ্গে উপাচার্যের দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি ২০১০ সালের ২৮ নভেম্বর থেকে তিন বছরেরও অধিককাল খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের এবং উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করেন। তিনি দ্বিতীয় মেয়াদে উপাচার্য হিসেবে আগামী ৩০ জানুয়ারি দায়িত্ব গ্রহণ করবেন।

প্রফেসর মোহাম্মদ ফায়েক উজ্জামানের জন্ম ১৯৬৬ সালের ১ জানুয়ারি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার শ্রীনিবাসকাঠী গ্রামে।



রাইজিংবিডি/খুলনা/২৬ জানুয়ারি ২০১৭/মুহাম্মদ নূরুজ্জামান/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ