ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

খুলনার ৯ পাটকলে প্রতিদিন ক্ষতি কোটি টাকা

মুহাম্মদ নূরুজ্জামান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:০৮, ১৩ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খুলনার ৯  পাটকলে প্রতিদিন ক্ষতি কোটি টাকা

শ্রমিকদের আমরণ অনশনের কারণে খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত ৯টি পাটকলে প্রতিদিন উৎপাদনে এক কোটি টাকার ক্ষতি হচ্ছে। অনশনের কারণে গত তিন দিনে তিন কোটি টাকার ক্ষতি হয়েছে। শ্রমিকদের এ কর্মসূচি অব্যাহত থাকলে লোকসানের পরিমাণ আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে সমস্যা সমাধানে পাটকল শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা চলছে বলে বিজেএমসি জানিয়েছে।

মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১দফা দাবিতে খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ব ৯টি পাটকলের ৩৩হাজার শ্রমিক ১০ ডিসেম্বর থেকে আমরণ অনশন কর্মসূচি পালন করছে। বৃহস্পতিবার আব্দুস সাত্তার (৪৫) নামে এক শ্রমিক অসুস্থ হয়ে পড়লে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তিনি মারা যান। আব্দুস সাত্তার খুলনার প্লাটিনাম জুবিলী জুটমিলের তাঁত বিভাগের স্থায়ী শ্রমিক ছিলেন।

বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি) সূত্র জানায়, খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত ৯ পাটকলের প্রতিদিন উৎপাদনের লক্ষ্যমাত্রা ২৭২ দশমিক ১৭ মেট্রিক টন। সেখানে উৎপাদন হচ্ছে মাত্র ৮৬ দশমিক ৩৯ মেট্রিক টন। মিলগুলোর প্রতিদিনের উৎপাদিত পণ্যের বাজার মূল্য প্রায় ১ কোটি টাকা। সেই হিসেবে উৎপাদন বন্ধ রেখে গত তিন দিনের শ্রমিক অনশনের কারণে তিন কোটি টাকার লোকসান হয়েছে।

বিজেএমসি’র খুলনা অঞ্চলের ভারপ্রাপ্ত লিয়াজোঁ কর্মকর্তা বনিজ উদ্দিন মিঞা রাইজিংবিডিকে বলেন, ‘৯টি পাটকলে প্রতিদিন প্রায় এক কোটি টাকার লোকসান হচ্ছে। শ্রমিকদের এ কর্মসূচি অব্যাহত  থাকলে লোকসানের পরিমাণ আরো বাড়বে।

তিনি বলেন, ‘সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে’।



খুলনা/মুহাম্মদ নূরুজ্জামান/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়