ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

গণভবনে যেতে পারলেন না শেখ মারুফ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৬, ২০ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গণভবনে যেতে পারলেন না শেখ মারুফ

নভেম্বরে দলের সপ্তম কংগ্রেস উপলক্ষ্যে সার্বিক দিকনির্দেশনা নিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে গণভবনে গেছেন যুবলীগের শীর্ষ নেতারা।

তবে এই দলে নেই যুবলীগের প্রভাবশালী প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুর রহমান মারুফ। তিনি যুবলীগের সাবেক চেয়ারম্যান শেখ ফজলুল করিম সেলিমের আপন ছোট ভাই।

রোববার বিকেল ৫টার কিছু আগে যুবলীগ নেতারা গণভবনে প্রবেশ করেন।

জানা গেছে, গণভবনে প্রবেশের জন্য যুবলীগের পক্ষ থেকে যে তালিকা সরবরাহ করা হয়েছে, তাতে চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, শেখ ফজলুর রহমান মারুফ এবং শেখ আতিয়ার রহমান দীপুর নামের পাশে ক্রস চিহ্ন রয়েছে।

ক্যাসিনো কর্মকাণ্ডে সংশ্লিষ্টতায় যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও প্রেসিডিয়াম সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনের নামে আগে থেকেই নিষেধাজ্ঞা ছিল। এর সঙ্গে শেখ মারুফ ও দীপুর নামও যুক্ত হলো।

 

ঢাকা/পারভেজ/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ