ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

গোপালগঞ্জে শিল্প ও বাণিজ্য মেলা

বাদল সাহা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১১, ২৭ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গোপালগঞ্জে শিল্প ও বাণিজ্য মেলা

গোপালগঞ্জে জমে উঠেছে মাসব্যাপী অনুষ্ঠিত ৬ষ্ঠ শিল্প ও বাণিজ্য মেলা। এ মেলায় বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। প্রতিনিয়ত বাড়ছে বিভিন্ন বয়সের দর্শনার্থী। এ মেলা চলবে আগামী বছর ১২ জানুয়ারি পর্যন্ত। আগত দর্শনার্থীদের জন্য নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে আয়োজক কমিটি।

মেলা প্রাঙ্গণ ঘুরে জানা গেছে, গোপালগঞ্জে বিনোদনের তেমন কোনো ব্যবস্থা না থাকায় বিভিন্ন মেলাকেই বেছে নেয় সাধারণ মানুষ। ৬ষ্ঠ মতো এবারও গোপালগঞ্জ আউটার স্টেডিয়ামে জেলা চেম্বার অব কমার্সের উদ্যোগে আয়োজন করা হয়েছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার। এর উদ্বোধন করেন জেলা প্রশাসক সাহিদা সুলতানা।

এখানে শতাধিক স্টলে গহনা, পোশাক, গৃহস্থালির আসবাবপত্রসহ বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছে দোকানিরা। আর এসব পণ্য কিনতে শীত উপেক্ষা করে সকাল থেকে রাত অবধি মেলায় ছুটছেন বিভিন্ন বয়সের দর্শনার্থী। ঘুরে ফিরে পছন্দমত জিনিস কিনছেন ক্রেতারা। শুধু বড়দের জন্যই নয়, শিশুদের জন্য সার্কাস, নাগরদোলা, সেলফি টাওয়ার, খাবার দোকানসহ বিভিন্ন রাইডের ব্যবস্থা করা হয়েছে।

দোকানিরা বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসায় প্রতিদিন গড়ে মেলায় ১৫ থেকে ২০ লাখ টাকার পণ্য কেনা-বেচা হচ্ছে। তবে শীতের প্রকোপ কমে গেলে বেচা-কেনার পরিমাণ বাড়বে।

প্রত্যেক দর্শনার্থীকে ১০ টাকা মূল্যের একটি টিকিট কিনে মেলায় প্রবেশ করতে হচ্ছে। টিকিটের বাড়তি অংশ মেলার পাশে রাখা কুপন বক্সে ফেলছেন দর্শনার্থীরা। মেলার শেষ দিনে অনুষ্ঠিত হবে র‌্যাফেল ড্র।

ঘুরতে আসা সম্পা সাহা, আমেনা খানম, সুপ্তি রায় বলেন, গোপালগঞ্জে বেড়ানোর মতো তেমন একটা জায়গা নেই। মেলা হওয়ার কারণে পরিবার-পরিজন নিয়ে ঘুরে বেড়ানো যাচ্ছে। বিভিন্ন দোকান ঘুরে পছন্দ মতো জিনিসপত্র কিনতে পারছি।

দোকানি ইসমাইল শেখ এবং রফিকুজ্জামান মোল্যা জানান, মেলার প্রথম কয়েকদিন কেনাবেচা খুবই কম ছিল। মেলার দিন যত গড়িয়েছে, ততই কেনাবেচা বৃদ্ধি পেয়েছে। তবে, কয়েক দিন প্রচণ্ড শীতের কারণে বেচাবিক্রি কম। বৈরী আবহাওয়া কেটে গেলে আগামীতে কেনাবেচা বাড়বে বলে তারা আশা প্রকাশ করেন।

গোপালগঞ্জ শিল্প ও বাণিজ্য মেলা কমিটির সদস্য জাহাঙ্গীর সিকদার বলেন, ‘মেলায় শতাধিক স্টল রয়েছে। এসব স্টলে বাহারি রকমের পণ্য বেচাকেনা হচ্ছে। এছাড়া আগত দর্শনার্থীদের জন্য সেলফি টাওয়ার, ঝর্ণাসহ বিভিন্ন বিনোদনের ব্যবস্থা রয়েছে। শিশুদের জন্য নাগরদোলাসহ বিভিন্ন রাইড রয়েছে।’

তিনি আরও বলেন, ‘মেলায় আগত দর্শনার্থীরা যাতে নির্বিঘ্নে কেনাকাটা করতে পারেন, সেজন্য নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। পুলিশের পাশাপাশি ডিবি ও মেলা কমিটির নিজস্ব নিরাপত্তাকর্মী রয়েছে।’


গোপালগঞ্জ/হাকিম মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়