ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

গ্রিসে আকস্মিক বন্যায় ১৫ জনের মৃত্যু

আলী নওশের || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০০, ১৬ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গ্রিসে আকস্মিক বন্যায় ১৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : গ্রিসে ভারি বৃষ্টিপাতে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ১৫ জন প্রাণ হারিয়েছে। কয়েকদিনের টানা বৃষ্টির কারণে বুধবার পাহাড় থেকে তীব্র বেগে পানি নেমে আসায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।

বেশি ক্ষতি হয়েছে রাজধানী এথেন্সের পশ্চিমে শিল্প এলাকাগুলোতে। বিবিসি ও রয়টার্স জানায়, গত প্রায় এক সপ্তাহ ধরে ভারি বৃষ্টিপাত হচ্ছে গ্রিসে।

বুধবার পানি উপচে তীব্রবেগে নেমে এলে পাহাড়ের পাদদেশে শিল্প শহর মানদ্রা, নেয়া পেরামোস এবং মেগারা তলিয়ে যায়। রাস্তাঘাট কাদামাটিতে সয়লাব হয়ে যায়।



নিহতদের বেশিরভাগই বয়স্ক। নিজ নিজ বাড়ির মধ্যেই তাদের মৃত অবস্থায় পাওয়া যায়। স্থানীয় অনেকেই বাড়ি বা গাড়ির মধ্যে আটকা পড়েন। কেউ কেউ বাড়ির ছাদ বা বারান্দায় আশ্রয় নেন।

বিভিন্ন সড়কে থাকা ভারী যান, বাস বা গাড়ির অন্তত এক মিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। পানির তোড়ে বাড়িঘরের দেয়াল ও ছাদ ক্ষতিগ্রস্ত হয়। ভেসে যায় অনেক যানবাহন।



বন্যায় অনেকে গৃহহীন হয়ে পড়েছেন। এ ছাড়া ৩৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নেয়া পেরামোসের ডেপুটি মেয়র স্ট্রাভোস ফোটিউ জানান, রাতে পাহাড় থেকে লাখ লাখ টন পানি নেমে এসে সব কিছু ভাসিয়ে নিয়ে যায়। রাস্তাঘাট সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। শহরের এক তৃতীয়াংশ (এক হাজার) ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।




 রাইজিংবিডি/ঢাকা/১৬ নভেম্বর ২০১৭/এনএ/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ