ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ঘরে থেকেও বজ্রপাতে ৪ জনের মুত্যু

এম.শাহীন গোলদার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫৬, ২৮ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঘরে থেকেও বজ্রপাতে ৪ জনের মুত্যু

সাতক্ষীরা সংবাদদাতা: সাতক্ষীরায় বজ্রপাতে একই পরিবারের তিনজনসহ মোট পাঁঁচজন নিহত হয়েছেন। শুক্রবার সকাল ১০টার দিকে কালিগঞ্জের গড়ইমহল, বিজয়নগর গ্রাম ও আশাশুনি উপজেলার মাদ্রা গ্রামে এ বজ্রপাত হয়।

নিহতরা হলেন, কালিগঞ্জ উপজেলার গড়ইমহল গ্রামের আদম গাজীর বড় ছেলে আলামিন হোসেন (২২), ছোট ছেলে রবিউল ইসলাম (২০) ও আলামিনের স্ত্রী সাবিনা খাতুন (১৮) এবং আশাশুনি উপজেলার মাদ্রা গ্রামের কবির সরদারের ছেলে জুয়েল সরদার (২৫) ও বিজয়নগর গ্রামের হাতিম আলীর ছেলে মুনসুর আলী গাজী (৪৬)।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব হাসান  জানান, সকাল ১০টার দিকে হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এসময় গড়ইমহল গ্রামের আদম গাজীর বড় ছেলে আলামিন হোসেন, ছোট ছেলে রবিউল ইসলাম ও আলামিনের স্ত্রী সাবিনা খাতুন এবং ও মুনসুর আলী গাজী নিজেদের বাড়িতেই অবস্থান করছিলেন। হঠাৎ তাদের ঘরের ওপর বজ্রপাত হলে ঘরের ভেতরেই চারজনের মৃত্যু হয়।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, আশাশুনির মাদ্রা গ্রামের মাছের ঘেরের কর্মচারী জুয়েল সরদার ঘের থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মারা যান।

 

 

রাইজিংবিডি/সাতক্ষীরা/২৮ জুন ২০১৯/শাহীন গোলদার/শাহেদ/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়