ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ঘূর্ণিঝড় মোরা : কক্সবাজারে নিহত ৩

সুজাউদ্দিন রুবেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৫, ৩০ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঘূর্ণিঝড় মোরা : কক্সবাজারে নিহত ৩

কক্সবাজার প্রতিনিধি : ঘূর্ণিঝড় মোরার আঘাতে কক্সবাজার জেলায় তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুজন চকরিয়ায় গাছ চাপায় মারা গেছে।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বখতিয়ার আহমদ জানান, চকরিয়ায় গাছ চাপা পড়ে রহমত উল্লাহ ও সায়রা খাতুন নামে দুজনের মৃত্যু হয়। রহমত উল্লাহ ডুলাহাজরা পূর্বজুমখালী এলাকার আব্দুল জব্বারের ছেলে এবং সায়রা খাতুন বড় ভেওলা ইউনিয়নের সিকদার পাড়া এলাকার মৃত নুরুল আলমের স্ত্রী। রাতে বাতাসে গাছ ভেঙে চাপা পড়ে তাদের মৃত্যু হয়।

অপরদিকে কক্সবাজার পৌরসভার একটি আশ্রয়কেন্দ্রে এসে মৃত্যু হয় মরিয়ম বেগমের। তিনি নুনিয়ারছড়া এলাকার বদিউল আলমের স্ত্রী।

কক্সবাজার পৌর মেয়র মাহবুবুর রহমান চৌধুরী জানিয়েছেন, আগে থেকেই শারীরিকভাবে দুর্বল ছিলেন ওই বৃদ্ধা। রাতে বাতাস শুরু হলে ভয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ওই নারীর মৃত্যু হয়।

এদিকে দুপুর ২টার পর থেকে আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করেছে লোকজন।




রাইজিংবিডি/কক্সবাজার/৩০ মে ২০১৭/সুজাউদ্দিন রুবেল/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়