ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

চট্টগ্রাম শহররক্ষা বাঁধে ভাঙন

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০২, ১৩ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চট্টগ্রাম শহররক্ষা বাঁধে ভাঙন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম শহররক্ষা বাঁধের একাংশ ভেঙে গেছে। বাঁধের নির্মাণ কাজ শেষ না হওয়ায় আগেই বাঁধে ভাঙন দেখা দিল।

শনিবার প্রবল বর্ষণের ফলে নগরীর পতেঙ্গা চরপাড়ার সমুদ্রতীরবর্তী এলাকায় বাঁধ ভেঙে যায়।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সূত্র জানান, বাঁধের পাশে নবনির্মিত ওয়াকওয়ের এক অংশ দেবে যায়। প্রবল বর্ষণ শুরু হলে শনিবার যে কোনো সময় ধস নেমে দেবে যায়। স্থানীয়রা ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতে থাকলে তা সবার নজরে আসে। পরে দুপুরের দিকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী হাসান বিন শামস জানান, প্রবল বর্ষণ এবং সমুদ্রের ঢেউয়ের কারণে বাঁধের ওয়াকওয়ের একাংশ ভেঙে গেছে। সেখানে দ্রুত পুনঃনির্মাণ শুরু হয়েছে।

জাপানের জাইকার সঙ্গে চুক্তির আওতায় ২০১৬ সালে চট্টগ্রাম শহররক্ষা বাঁধের নির্মাণ শুরু হয়। ২ হাজার ৫০০ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের এই মেগা প্রকল্পের নির্মাণ এখনো শেষ হয়নি। চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত প্রকল্পের মেয়াদ রয়েছে।


রাইজিংবিডি/চট্টগ্রাম/১৩ জুলাই ২০১৯/রেজাউল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়