ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

চট্টগ্রামে অগ্নিদগ্ধ দাদি-নাতনির মৃত্যু

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৪৪, ২৮ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চট্টগ্রামে অগ্নিদগ্ধ দাদি-নাতনির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : মহানগরীর বাকলিয়া থানার দেওয়ান বাজার এলাকায় বিস্ফোরণে অগ্নিদগ্ধ দাদি-নাতনি মারা গেছে।

শনিবার ভোরের দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।  তারা হলেন দাদি ছমুদা খাতুন (৭০) ও নাতনি ইফতি (১৭)।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সহকারী অধ্যাপক এস খালেদ শনিবার সকালে দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করে রাইজিংবিডিকে জানান, আগুনে দগ্ধ বৃদ্ধা ছমুদা খাতুন ও তার নাতনি ইফতির শরীরের প্রায় শতভাগই পুড়ে গিয়েছিল। তাদের অবস্থা শুরু থেকেই আশঙ্কাজনক ছিল। আজ ভোরের দিকে তাদের মৃত্যু হয়।

উল্লেখ্য, শুক্রবার ভোরে বাকলিয়ার দেওয়ান বাজার এলাকায় মাদ্রাসা ভবন নামে একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়। পুলিশ জানায়, গ্যাসের চুলার নব খোলা রেখে রাতে ঘুমিয়ে গেলে সারা রাতে পুরো বাসা গ্যাসভর্তি হয়ে যায়। সকালে চুলা জ্বালাতে আগুন দিলে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

 

 

রাইজিংবিডি/চট্টগ্রাম/২৮ জানুয়ারি ২০১৭/রেজাউল করিম/রুহুল/এএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ