ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

চট্টগ্রামে পরিবহণ ধর্মঘট স্থগিত

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৬, ৮ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চট্টগ্রামে পরিবহণ ধর্মঘট স্থগিত

চট্টগ্রাম প্রতিনিধি : পরিবহন মালিকদের ৯ দফা দাবী বাস্তবায়নে মেয়র ও প্রশাসনের আশ্বাসে চট্টগ্রামে  অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট স্থগিত করেছে গণ ও পণ্য পরিবহন মালিক ঐক্য পরিষদ।

রোববার বিকেলে মেয়র ও প্রশাসনের আশ্বাসে সংগঠনের পক্ষ থেকে ধর্মঘট স্থগিতের ঘোষণা দেয়া হয়।

সত্যতা নিশ্চিত করে গণ ও পণ্য পরিবহন মালিক ঐক্য পরিষদের যুগ্ম সদস্যসচিব মো. গোলাম নবী বলেন, ‘মেয়র কয়েকদিনের মধ্যে মালিক সমিতির নেতৃবৃন্দকে নিয়ে সেতুপরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের ও স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান কামাল সাহেবের সাথে বৈঠক করে সমস্যা সমাধানের উদ্যেগ নেবেন। এর প্রেক্ষিতে পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে।’ 

এর আগে চট্টগ্রাম বিভাগীয় গণ ও পণ্য পরিবহন মালিক ঐক্য পরিষদ এ ধর্মঘটের ডাক দেয়। মোবাইল কোর্টের হয়রানি বন্ধসহ বিভিন্ন দাবি পূরণে ৭২ ঘণ্টার আল্টিমেটাম শেষে ধর্মঘট পালন করা হচ্ছিল।

রোববার সকাল থেকে শুরু হওয়া ধর্মঘটের ফলে চট্টগ্রাম মহানগরীতে গণপরিবহন চলাচল ব্যহত হচ্ছিল। এ ছাড়া চট্টগ্রাম নগরী থেকে বিভিন্ন আন্তঃজেলা সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। ফলে দুর্ভোগের শিকার হচ্ছিলেন সাধারণ মানুষ।


রাইজিংবিডি/চট্টগ্রাম/৮ সেপ্টেম্বর ২০১৯/রেজাউল করিম/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়