ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

চট্টগ্রামে একুশে বইমেলা সোমবার শুরু

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৬, ১২ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চট্টগ্রামে একুশে বইমেলা সোমবার শুরু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : আগামী ১৪-২৩ ফেব্রুয়ারি নগরীর নজরুল স্কয়ার ডিসি হিল চত্বরে ১০ দিনব্যাপী একুশে বইমেলা শুরু হবে।

এ উপলক্ষে একুশ মেলা পরিষদের উদ্যোগে রোববার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন একুশ মেলা পরিষদের মহাসচিব ও চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব।

লিখিত বক্তব্যে তিনি জানান, নানা প্রতিকূলতা ডিঙিয়ে এবারও চট্টগ্রামে একুশের বইমেলার আয়োজন করা হয়েছে। এবার এই আয়োজন রজতজয়ন্তী বর্ষে পদার্পণ করছে। আগামী ১৪ থেকে ২৩ ফেব্রুয়ারি নগরীর নজরুল স্কয়ারে (ডিসি হিল) ১০ দিনের একুশের বইমেলা আয়োজনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- একুশ মেলা পরিষদের উপদেষ্টা আলহাজ নঈম উদ্দিন চৌধুরী, আলহাজ সফর আলী, শেখ মাহমুদ ইসহাক, চট্টগ্রাম সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, মেলা পরিষদের চেয়ারম্যান, দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ সম্পাদক সৈয়দ ওমর ফারুক, মেলা পরিষদের কো-চেয়ারম্যান হাজি মোহাম্মদ সাহাব উদ্দিন, দৈনিক মুক্তবাণীর সম্পাদক ববিতা বড়ুয়া, মেলা পরিষদের প্রধান সমন্বয়কারী শওকত আলী সেলিম, মেলা পরিষদের যুগ্ম মহাসচিব সুমন দেবনাথ প্রমুখ।



রাইজিংবিডি/চট্টগ্রাম/১২ ফেব্রুয়ারি ২০১৭/রেজাউল করিম/রিশিত 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়