ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

চট্টগ্রামে রিহ্যাব মেলা শুরু বুধবার

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৭, ৬ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চট্টগ্রামে রিহ্যাব মেলা শুরু বুধবার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : বন্দরনগরী চট্টগ্রামে দশম বারের মতো চার দিনব্যাপী রিহ্যাব মেলা শুরু হচ্ছে আগামী বুধবার থেকে।

রিয়েল এস্টেট এন্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) উদ্যোগে চট্টগ্রাম রেডিসন ব্লু বে ভিউ’র মেজবান হলে মেলা অনুষ্ঠিত হবে। সোমবার দুপুরে চট্টগ্রাম ক্লাবে এক সংবাদ সম্মেলনে রিহ্যাব মেলার বিস্তারিত সাংবাদিকদের কাছে তুলে ধরেন রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট আবদুল কৈয়ুম চৌধুরী।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ৭২টি প্রতিষ্ঠানের ৯০টি স্টল নিয়ে চট্টগ্রামে দশম রিহ্যাব মেলা অনুষ্ঠিত হবে। বুধবার সকালে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। বিশেষ অতিথি থাকবেন সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী (শাওন), চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ সালাম। মেলায় সিঙ্গেল এন্ট্রি টিকেটের মূল্য রাখা হয়েছে ৫০ টাকা এবং মাল্টিপল এন্ট্রি টিকেটের মূল্য ১০০ টাকা।

সংবাদ সম্মেলনে আবদুল কৈয়ুম চৌধুরী বলেন, রিহ্যাবভুক্ত আবাসন কোম্পানির অনুমোদিত প্রকল্পগুলোই কেবলমাত্র মেলায় প্রদর্শন ও বিক্রয়ের সুযোগ দেওয়া হচ্ছে। এবারের মেলায় আর্থিক প্রতিষ্ঠানসহ বেশ কয়েকটি লিংকেজ প্রতিষ্ঠানকে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এর মধ্যে বিল্ডিং ম্যাটিরিয়াল প্রতিষ্ঠান ১০টি ও ফিনান্সিয়াল প্রতিষ্ঠান রয়েছে ৮টি। মেলায় কো-স্পন্সর হিসেবে অংশ নিয়েছে ২২টি প্রতিষ্ঠান। এর মধ্যে এএনজেড প্রপার্টিজ, ইকুইটি প্রপার্টি একং সানমার প্রপার্টিজ অন্যতম।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। 

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রিহ্যাব ফেয়ার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ও রিহ্যাবের পরিচালক শাকিল কামাল চৌধুরী, কো-চেয়ারম্যান ওমর ফারুক, আলহাজ দিদারুল হক চৌধুরী ও প্রেস এন্ড মিডিয়া কমিটির আহ্বায়ক আবদুল গাফ্ফার মিয়াজী।

 

 

রাইজিংবিডি/চট্টগ্রাম/৬ ফেব্রুয়ারি ২০১৭/রেজাউল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়