ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

চট্টগ্রামে ১ কোটি ৬৩ লাখ টাকার চারা বিক্রি

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৩, ২৯ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চট্টগ্রামে ১ কোটি ৬৩ লাখ টাকার চারা বিক্রি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের লালদিঘী মাঠে অনুষ্ঠিত ১৫ দিন ব্যাপী বৃক্ষমেলায় ১ কোটি ৬৩ লাখ টাকার চারা বিক্রি হয়েছে। বিক্রিত চারার সংখ্যা ৩ লাখ ৩০ হাজার।

মেলায় বনজ গাছের ৮০ হাজার চারা, ফলদ গাছের এক লাখ চারা, ভেষজ গাছের ৩৬ হাজার চারা, শোভা বর্ধণকারী গাছের ৬৫ হাজার চারা এবং বনসাইসহ বিলুপ্ত প্রজাতির অর্কিড, লতাগুল্মজাতীয় গাছের ৪৯ হাজার চারা বিক্রি হয়েছে। 

সোমবার সন্ধ্যায় লালদিঘীর মাঠে বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠানে এ সব তথ্য প্রকাশ করা হয়।

১৫ দিনের বৃক্ষমেলায় ব্যাক্তিমালিকানাধীন নার্সারি ক্যাটাগরিতে প্রথম পুরস্কার লাভ করেছে বাহাদুর নার্সারী, দ্বিতীয় হয়েছে নিউ কসমো নার্সারী এবং তৃতীয় হয়েছে ফতেয়াবাদ নার্সারী।

বেসরকারী সংস্থা ক্যাটাগরিতে প্রথম হয়েছে বনসাই ড্রীমস, দ্বিতীয় হয়েছে তিলোত্তমা এবং তৃতীয় হয়েছে সবুজ চট্টগ্রাম।

সরকারী সংস্থা ক্যাটাগরিতে প্রথম হয়েছে চট্টগ্রাম বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, দ্বিতীয় চট্টগ্রাম বন গবেষণা ইনস্টিটিউট।

এবারের বৃক্ষমেলায় ৫৩টি নার্সারি ও প্রতিষ্ঠান অংশ নেয়। মেলায় প্রতিদিন শত শত বৃক্ষপ্রেমি চারা কিনতে ভিড় করে। 


রাইজিংবিডি/চট্টগ্রাম/২৯ জুলাই ২০১৯/রেজাউল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ