ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

চাঁদপুরের ৪০ গ্রামে আজ ঈদ

জিএম শাহীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:১৪, ১ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চাঁদপুরের ৪০ গ্রামে আজ ঈদ

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরের চারটি উপজেলার ৪০টি গ্রামে আজ শুক্রবার ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, মতলব দক্ষিণ ও মতলব উত্তর উপজেলার ৩০টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

১৯২৮ সালে চাঁদপুরের হাজীগঞ্জের রামচন্দ্রপুর মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ ও একই এলাকার সাদ্রা দরবার শরীফের পীর হযরত মাওলানা মোহাম্মদ ইছহাক (র.) আরব দেশের সঙ্গে সঙ্গতি রেখে রোজা পালন ও ঈদ উদযাপন শুরু করেন। যা ধীরে ধীরে চাঁদপুরের কয়েকটি উপজেলাসহ দেশের বিভিন্ন স্থানে চালু হয়েছে। তাদের মতে, বিশ্বের যে কোনো দেশে চাঁদ দেখা গেলে সেটাই বিশ্ব মুসলিম অনুসরণ করবে।

হাজীগঞ্জের সাদ্রা ফাজিল মাদ্রাসা মাঠে ঈদের প্রথম প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। 




রাইজিংবিডি/চাঁদপুর/১ সেপ্টেম্বর ২০১৭/জিএম শাহীন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়