ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

চাকরির বয়স ৩৫ করার দাবিতে মহাসমাবেশের ডাক

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৩, ২৭ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চাকরির বয়স ৩৫ করার দাবিতে মহাসমাবেশের ডাক

নিজস্ব প্রতিবেদক : চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজু ভাস্কর্যের পাদদেশে মহাসমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ।

আগামী ৭ সেপ্টেম্বর এই মহাসমাবেশ হবে এবং এদিন সকাল ১০টায় তা শুরু হবে বলে ঘোষণা দিয়েছেন সংগঠনের নেতারা। এছাড়া ৩১ আগস্ট একই স্থানে অবস্থান কর্মসূচি এবং সমাবেশ করবেন তারা।

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সাংবাদিক সমিতি কার্ালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের মুখপাত্র ইমতিয়াজ হোসেন।

এছাড়া একই দাবিতে বিভাগ ও বিভাগীয় শহরে মানববন্ধনের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। যেসব স্থানে মানববন্ধন হবে সেগুলো হলো খুলনা শিববাড়ী মোড়, বরিশাল টাউন হল সংলগ্ন, চট্টগ্রাম বিইসি মোড়, রাজশাহী সাহেব বাজার মোড়, সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার, রংপুর টাউন হল/প্রেসক্লাব, ময়মনসিংহ শহরের শাপলা চত্বর। মানববন্ধনের তারিখ পরবর্তী সময়ে জানিয়ে দেয়া হবে।

 

রাইজিংবিডি/ঢাকা/২৭ জুলাই ২০১৯/ইয়ামিন/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়