ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ডেঙ্গু রোধে ২৪ ঘণ্টার মধ্যে পদক্ষেপ নেয়ার নির্দেশ

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৪, ১৪ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ডেঙ্গু রোধে ২৪ ঘণ্টার মধ্যে পদক্ষেপ নেয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা সিটিতে ডেঙ্গু-চিকুনগুনিয়াসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে ২৪ ঘণ্টার মধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে দুই সিটি করপোরেশনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একই সঙ্গে নাগরিকদের ডেঙ্গু, চিকুনগুনিয়াসহ এ ধরনের রোগে আক্রান্ত হওয়া বন্ধে এবং এডিস মশা নির্মুলে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত হবে না মর্মে রুল জারি করা হয়েছে।

এ বিষয়ে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন নজরে নিয়ে  রোববার বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মোহাম্মদ সোহরাওয়ারর্দীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত ভাবে এই আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করিম।

ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে কি পদক্ষেপ নেওয়া হয়েছে, তা এক সপ্তাহের মধ্যে ঢাকার উত্তর ও দক্ষিণ সিটির মেয়র, নির্বাহী কর্মকর্তা, স্বাস্থ্য সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে এক সপ্তাহের মধ্যে জানাতে বলা হয়েছে। অ্যাটর্নি জেনারেল কার্যালয় সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি আদালতকে অবহিত করবেন।

আগামী ২২ জুলাই এই মামলার পরবর্তী শুনানি হবে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৪ জুলাই ২০১৯/মেহেদী/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়