ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

চীনের রাষ্ট্রদূত হলেন মাহবুব উজ জামান

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৮, ২১ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চীনের রাষ্ট্রদূত হলেন মাহবুব উজ জামান

কূটনৈতিক প্রতিবেদক: চীনের রাষ্ট্রদূত হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (এশিয়া ও প্যাসিফিক) মাহবুব উজ জামানকে নিয়োগ দিয়েছে সরকার।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এই তথ্য জানিয়েছে।

চীনে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছিলেন ফজলুল করিম। তাকে এরিমধ্যে ঢাকায় ফিরিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে। মাহবুব উজ জামান খুব শিঘ্রই ফজলুল করিমের দায়িত্ব বুঝে নেবেন।

পেশাদার কূটনীতিক মাহবুব উজ জামান ১৯৮৫ সালে বিসিএস (পররাষ্ট্র) ক্যাডার হিসাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। এর আগে তিনি শ্রীলংকা ও সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি নয়াদিল্লি, ওটোয়া, টোকিও, জেনেভা ও নিউইয়র্কে জাতিসংঘ স্থায়ী মিশনে কর্মরত ছিলেন।


রাইজিংবিডি/ঢাকা/২১ আগস্ট ২০১৯/হাসান/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়