ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত

জেলা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০৭, ৪ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত

চুয়াডাঙ্গায় গোয়ালন্দগামী নকশীকাঁথা ট্রেনের ধাক্কায় আলাউদ্দিন (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার গাইদঘাট গ্রামের দক্ষিণ পাড়ার বাসিন্দা।

শুক্রবার সকালে সদর উপজেলার গাইদঘাট বনানী পাড়া সংলগ্ন রেলগেটের কাছে ট্রেনের ধাক্কায় মারা যান তিনি।

চুয়াডাঙ্গা রেলওয়ের পুলিশ উপ-পরিদর্শক জালাল উদ্দীন জানান, শুক্রবার সকালে আলাউদ্দিন তার নিজ গ্রাম গাইদঘাট থেকে চুয়াডাঙ্গা শহরে যাচ্ছিলেন। গাইদঘাট বনানীপাড়া রেলগেট পার হওয়ার সময় খুলনা থেকে গোয়ালন্দের উদ্দেশ‌্যে ছেড়ে আসা নকশীকাঁথা মেইল ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

রেলওয়ে কর্তৃপক্ষ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

 

চুয়াডাঙ্গা/এম এ মামুন/সনি

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়