ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

চ্যাম্পিয়ন লেস্টারের বিপক্ষে ম্যানইউর বড় জয়

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৪২, ৬ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চ্যাম্পিয়ন লেস্টারের বিপক্ষে ম্যানইউর বড় জয়

ক্রীড়া ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে বর্তমান লিগ চ্যাম্পিয়ন লেস্টার সিটিকে বড় ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। কিং পাওয়ার স্টেডিয়ামে রেড ডেভিলসদের জয়টা ৩-০ ব্যবধানের।

প্রতিপক্ষের মাঠে ম্যানইউর হয়ে একটি করে গোল করেন হেনরিক মাখিতারায়ান, জালাতান ইব্রাহিমোভিচ ও হুয়ান মাতা। এ জয়ের পর লিগ টেবিলের ছয়েই রইল ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটি। ২৪ ম্যাচে ৪৫ পয়েন্ট হোসে মরিনহোর দলটির।

রোববার রাতে ম্যাচের ৪২ মিনিটে ম্যানইউর হয়ে প্রথম গোলটি করেন মাখিতারায়ন। বিশ্রামে যাওয়ার এক মিনিট আগে স্বাগতিকদের জালে আরেক গোল দেন ম্যানইউ তারকা ইব্রাহিমোভিচ। ২-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায়।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে ম্যাচের ৪৯ মিনিটে ম্যানইউর হয়ে আরেক গোল করেন হুয়ান মাতা। ম্যাচের বাকি সময়ে আর কেউ গোল করতে না পারায় ৩-০ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে ম্যানইউ।

ইংলিশ লিগের অপর ম্যাচে সোয়ানসি সিটির বিপক্ষে হাড্ডাহাড্ডি ম্যাচে ২-১ ব্যবধানে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। ইতিহাদ স্টেডিয়ামে ম্যানসিটির হয়ে দুটি গোলই করেন গ্যাব্রিয়েল জেসুস। ম্যাচের ১১ মিনিটে ঘরের মাঠে জেসুসের প্রথম গোলে এগিয়ে যায় সিটিজেনরা। তবে ৮১ মিনিটে সেই গোলের শোধ দিয়ে দেন সোয়ানসি তারকা সিগুরসন। তবে ইনজুরি সময়ে জেসুসের নাটকীয় গোলে ২-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়তে সক্ষম হয় পেপ গার্দিওলার দলটি।

এ জয়ে ইংলিশ লিগ পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে থাকা ম্যানসিটির পয়েন্ট ২৪ ম্যাচ শেষে ৪৯ পয়েন্ট। সমান ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে চেলসি।



রাইজিংবিডি/ঢাকা/৬ ফেব্রুয়ারি ২০১৭/শামীম/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়