ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে আহত ভ্যানচালকের মৃত্যু

শাহরিয়ার সিফাত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৪, ২৯ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে আহত ভ্যানচালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : জেলার কালিহাতীতে ছেলেধরা সন্দেহে গণপিটুনির শিকার আহত ভ্যানচালক মিনু মিয়া (৩০) মারা গেছেন।

সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মিনু মিয়া ভূঞাপুর উপজেলার টেপিবাড়ি গ্রামের কোরবান আলীর ছেলে।

এ ব্যাপারে কালিহাতী থানার ওসি হাসান আল মামুন বলেন, ছেলেধরা সন্দেহে গণপিটুনির শিকার ভ্যানচালক ঢামেক হাসপাতালে চিৎিসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় আহতের ভাই থানায় মামলা দায়ের করলে পুলিশ ৬ জনকে গ্রেপ্তার করে।

উল্লেখ্য, গত ২১ জুলাই বিকেলে ভ্যানচালক মিনু মিয়া কালিহাতীর সয়া হাটে মাছ ধরার জাল কিনতে যায়। হঠাৎ ছেলেধরা সন্দেহে তার উপর উত্তেজিত হয়ে বেধড়ক গণপিটুনি দেয় উপস্থিত জনতা। পরে পুলিশ গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। পরে টাঙ্গাইল হাসপাতালে নেওয়ার পর তার শারীরিক অবস্থা আশংকাজনক হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।


রাইজিংবিডি/টাঙ্গাইল/২৯ জুলাই ২০১৯/শাহরিয়ার সিফাত/লাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ